তুমুল তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ভেঙে পড়েছে গাছ। দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বাগডাঙায় বাড়ির চালের উপর গাছ ভেঙে মৃত্যু হয়েছে একা বৃদ্ধার। মৃতের নাম রেণুকা মণ্ডল।
আরও পড়ুন- শক্তি হারিয়ে বাংলাদেশের খুলনায় অবস্থান করছে রেমাল! ভারী-অতিভারী বৃষ্টি বিভিন্ন জেলায়
রবিবার রাতে রেমালের (Cyclone Remal) দাপটে প্রাণ হারান কলকাতার এক যুবক। জানা গিয়েছে, ১৫ নম্বর বিবির বাগান এলাকায় শেখ সাজিদ নামে এক ব্যক্তি পাশের বিল্ডিং থেকে উড়ে আসা চাঙড়ের ঘায়ে আঘাত পান। গুরুতর জখম অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই নিয়ে রেমালের প্রভাবে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ২।