চেন্নাই, ২৭ মে : সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কেকেআর তৃতীয়বার আইপিএল জেতার পর সবথেকে বেশি আলোচিত ব্যক্তির নাম গৌতম গম্ভীর। তাঁকে নিয়ে কিছুদিন ধরেই চর্চা রয়েছে যে তিনি ভারতীয় দলের কোচ হতে পারেন। চেন্নাইয়ে ফাইনালের পর কয়েকটি মুহূর্ত সেই জল্পনাকে উসকে দিয়েছে।
খেলার পর কেকেআর মালিক তাঁর দলের মেন্টরকে জড়িয়ে ধরেন, সেই ছবি সবাই দেখেছে। এটাও অনেকের জানা যে, মূলত শাহরুখ খানই উদ্যোগ নিয়ে গম্ভীরকে লখনউ সুপার জায়ান্টস থেকে এবার নিয়ে আসেন। সুতরাং কিং খান এরকম কিছু করবেন জানাই ছিল। কিন্তু জল্পনা উসকে দিয়েছে অন্য একটি ছবি। যাতে তাঁকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় বোর্ড সচিব জয় শাহর সঙ্গে। এই আলোচনা ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে, সেটা বলার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই।
আরও পড়ুন-হোটেলে ট্রফি নিয়ে নাচ, শ্যাম্পেন স্নান রিঙ্কু, রাতভর জয়ের উৎসব নাইটদের
ভারতীয় দলের কোচ হিসাবে বোর্ড কর্তাদের পছন্দ দেশজ কাউকে, যিনি ঘরোয়া ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল হবেন। তাই স্টিফেন ফ্লেমিংয়ের নাম উঠলেও নজর ছিল লক্ষ্মণ বা অন্য কারও দিকে। বর্তমান এনসিএ ডিরেক্টর লক্ষ্মণের মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরে। তবে শোনা যাচ্ছে তিনি ভারতীয় দলের কোচ হওয়ার বদলে আইপিএলের মেন্টরশিপ ও ধারাভাষ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই পরিস্থিতিতে বোর্ডের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য নাম ছিল কেকেআর মেন্টরের। যিনি ভারতের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন।
বোর্ডের পক্ষ থেকে গম্ভীরকে আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল। দুই পক্ষের কথাও হয়েছে বলে খবর। কিন্তু গম্ভীর তখন কিছু বলেননি। কোচ হতে চেয়ে আবেদনও করেননি। এই আবেদনের শেষ দিন ছিল সোমবার। চেন্নাই ফাইনালের পর বোর্ড সচিব গম্ভীরের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন। যা দেখে অনেকের মনে হয়েছে, বিষয়টা কেকেআর মেন্টরের ভাবনায় আছে। না হলে তিনি এতক্ষণ ধরে কথা বলতেন না। তবে একটা প্রশ্ন আছে এখানে, শাহরুখ তাঁর সফল অধিনায়ক ও মেন্টরকে ছেড়ে দিতে রাজি হবেন কিনা। বিশেষ করে ট্রফি জেতার পর!