‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (pem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-রিমেল-মুক্ত বাংলা
কবিতা
কবিতা তোমার নেইকো ছুটি
কলমটা যেন বড্ড বেমানান
থামলেও থামে না।
শুধু হুটোপুটি,
কালিও ফুরায় না
কথা কাটে ইকিবিকি
লেখা ঝরাতে ঝরে ঝিকিমিকি
কবিতা যেন মনে আঁকিবুকি।
জমে থাকা কথা হৃদয়মাঝারে
উঁকিঝুঁকি মারে কাগজ দেখলেই
কখন সে বেরোবে
সেটাই তার ভাবনা
না বেরোতে পারলে
মাথায় পোকা ঘুরবে।
বড্ড অসহিষ্ণু ধৈর্য ধরে না,
শুধু তাড়াতাড়ি
কলমে যেন ফুটে উঠতে চায়
ভাষার বাহারে প্রস্ফুটিত হয়
বোধনের মাঝে উদ্বোধন হয়
উদ্বেলিত হয় প্রায় ফিরে পায়।
আবার শুরু করে নতুন যাত্রা
জমা হলেই, খালি করতে হয়,
আর খালি করলেই
তা কবিতা হয়ে যায়।
কবিতা তোমার নেইকো ছুটি
ভাষাই তোমার বড় জুটি
কথা আনে কথার ভাষা
মনমন্দোরিনির যাওয়া আসা।
কবিতা চলবে ছন্দে
গদ্যর মাঝেও রন্ধ্রে রন্ধ্রে
চেতনার বড় চিত্র উথালা
নেইকো ছুটি, কবিতার পালা।