প্রতিবেদন : শেষদফা ভোটের আগ বিজেপি-সিপিএমের সেটিং তত্ত্ব সামনে আনলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মেটিয়াবুরুজের সভা থেকে এই তথ্য দেন তিনি। পরে কালীঘাটে কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের সমর্থনে জনসভা থেকেও তৃণমূল সুপ্রিমো এই গোপন আঁতাতের কথা তুলে ধরেন।
তিনি (Mamata Banerjee) এদিন স্পষ্ট করে দেন, তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম-কংগ্রেসের সঙ্গে বাংলায় কোনও অ্যাডজাস্ট করবে না। সিপিএম-কংগ্রেস-বিজেপি যতদিন বাংলার গঠবন্ধন থাকবে, ততদিন কোনও সম্পর্ক নেই সিপিএম-কংগ্রেসের সঙ্গে। এরপরই তিনি বলেন, আমি আজ একটা তথ্য দিচ্ছি, ক্রস চেক করে নিন। দমদমে সিপিএম ঠিক করেছে তারা এমপি ভোটটা বিজেপিকে দেবে, আর বরানগরে উপনির্বাচনের ভোটটাও বিজেপিকে দেবে। দমদম ও বরানগরে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম। মেটিয়াবুরুজে তিনি বলেন, অভিষেক এটা শুনে রাখো। অনেক জায়গায় এই জিনিস হয়েছে।
আরও পড়ুন- অস্থায়ী উপাচার্য অরবিন্দ মণ্ডল, স্থায়ী উপাচার্যর ইন্টারভিউ শেষ
মুখ্যমন্ত্রী বলেন, এখানে আসার সময় দেখলাম, বিজেপি কয়েকটা লাল পতাকা লাগিয়ে দিয়েছে। বিজেপির কাছ থেকে টাকা নিয়ে কংগ্রেসকে দিয়ে খেলাচ্ছে সিপিএম। সবচেয়ে বড় কুলাঙ্গার পার্টি সিপিএম। এরপর তিনি বলেন, আপনার এলাকায় টাকা আসছে নাকি? না এলে আসবে। এটা বিজেপির ছলনা। এদের আমি ছাড়ব না। ছাড়িওনি। ৩৪ বছর লড়াই করেছি। বামফ্রন্টের সবাই খারাপ ছিল না। কিন্তু সিপিএমটা সবচেয়ে বড় অত্যাচারী ছিল। তাই আমরা যদি লড়াই করে সেই বামফ্রন্টকে উপড়ে ফেলতে পারি, মোদি সরকারকেও উপড়ে ফেলতে পারব। এরপর তাঁর বক্তব্য, আমরা দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে আছি। ইন্ডিয়াতে বাংলাই লিড করবে। বাংলাই সমর্থন দেবে। বাংলার কাজ আমরা করে নেব। দেশবাসীর দুঃখ ঘোচাতে তাদের জন্য কাজ করে যাব আমরাই।