মিসাইল না এবার মলমূত্র ও আবর্জনায় ভরা বেলুন (Poop Balloons) দিয়ে দক্ষিণ কোরিয়ায় হামলা কিম জং উনের দেশের। বৃষ্টির মতো পড়ছে মূত্র। বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ২৬৫টি বেলুন উদ্ধার করেছে তাদের সেনাবাহিনী। সাদা বেলুনগুলির সঙ্গে বাঁধা ছিল আবর্জনা ও মল ভর্তি প্লাস্টিক!
দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকা, রাজধানী সিওল, দক্ষিণ গিয়াংসাং, ইয়োনহাপের মতো দেশের দক্ষিণ-পূর্বের প্রদেশগুলিতেও পড়েছিল এই আবর্জনা ও মলমূত্রবহনকারী বেলুনগুলি। দক্ষিণ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং আগেই জানিয়েছিল, শাস্তি হিসাবে দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় বর্জ্য বর্ষণ করা হবে। তাই হল। দক্ষিণ কোরিয়ায় সামরিক বাহিনী কিমের দেশের এই হামলাকে ‘নিম্ন শ্রেণির’ পদক্ষেপ বলে তীব্র নিন্দা করেছে।
আরও পড়ুন- মর্মান্তিক! জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বাজির স্তূপে আগুন, আহত বহু
দিন কয়েক আগে সামরিক মহড়া শেষ করেছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। এই কাজ একেবারেই মেনে নিতে পারেনি উত্তর কোরিয়া। জবাবে বহুবার সাগরে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে কিমের দেশ। কিন্তু এসব এখন অতীত। উত্তর কোরিয়ার পাঠানো বেলুনগুলিতে প্লাস্টিকের মধ্যে আবর্জনা এবং মলমূত্র (Poop Balloons) ভরে দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল দলকে মোতায়েন করা হয় এলাকায়। সন্দেহজনক বস্তুগুলো সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয় ল্যাবরেটরিতে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সাদা বেলুনগুলো থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।
বেলুন পাঠানো প্রথম শুরু করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মীরা ইদানিং নিয়মিত সীমানা পেরিয়ে উত্তর কোরিয়ায় সরকারবিরোধী প্রচারপত্র এবং অর্থ পাঠায়। দক্ষিণের এই প্রচার পদক্ষেপে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ পিয়ংইয়ং। এরই পাল্টা জবাব দিল উত্তর বলেই মনে করা হচ্ছে।