এই মুহূর্তে দুটো বই পড়ছি। প্রথমটা শংকর-এর লেখা ‘রসবতী’, দ্বিতীয়টা ‘মাই ভিশন’। দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রশিদ আল মক্তম-এর লেখা। ছোট গঞ্জ থেকে কীভাবে আজকের দুবাই গড়ে উঠল, সেটাই তিনি লিপিবদ্ধ করেছেন। এর পাশাপাশি সম্প্রতি পড়েছি বিভিন্ন পত্রিকার পুজো সংখ্যা। কিছুদিন আগে আর একটা পুরনো বই পড়ছিলাম।
আরও পড়ুন-Children’s Day: জহরলাল নেহেরুর জন্মশতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘প্রথম আলো’। ফিরে পড়া বলা যেতে পারে। কারণ বইটা আগেও পড়েছি। একটা বই বিভিন্ন বয়সে পড়লে এক-এক রকমের উপলব্ধি হয়। আধুনিক কালে সুনীল গঙ্গোপাধ্যায় আমার প্রিয় লেখক। রবীন্দ্রনাথ ঠাকুর তো চিরকালীন। তাঁর উপরে কিছু হয় না।
রবীন্দ্র-উপন্যাসের মধ্যে ‘গোরা’, ‘শেষের কবিতা’ আমার খুব প্রিয়। এগুলো কালোত্তীর্ণ সাহিত্য। আজও প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের গান এবং কবিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘যাও পাখি’, বুদ্ধদেব গুহর ‘মাধুকরী’ আমার খুব প্রিয় বই।