প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর ঘোষণামতোই মে মাসে আরও ৪ শতাংশ ডিএ-সহ বেতন পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে তাঁরা বেতন পেয়ে গিয়েছেন। পাশাপাশি নিয়ম অনুযায়ী, প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মীদের। যাঁর যা বেসিক তার ৩ শতাংশ বেতন বাড়ে। ফলে আগামী মাসেও আরও কিছুটা টাকা বাড়বে তাঁদের।
আরও পড়ুন-পড়ুয়াদের জন্য নতুন সিলেবাসের বইয়ের পিডিএফ আপলোড করল শিক্ষা সংসদ
এর আগে গত বছর ২১ ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় মাসের মাথায় ফের বাজেটে ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করা হয়। নবান্ন সূত্রে খবর, এদিন সকাল ন’টার পর থেকে টাকা প্রায় অধিকাংশের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। মোটের উপর সব ধরনের চাকরিজীবীর ক্ষেত্রেই গড়ে ৮০০ টাকার মতো বেড়েছে। যেমন, ধরা যাক একজন গ্রুপ ডি স্টাফ এখন বেসিক পান ১৭ হাজার টাকা। চাকরির বয়স অনুযায়ী কারও বেসিক বেড়ে এখন ১৭,৬০০ তো কারও ২২,২০০ কারও আবার ৩০,০০০ টাকা হতে পারে। ফেব্রুয়ারি মাসেও তাঁরা বর্ধিত ডিএ অনুযায়ী টাকা পেয়েছেন। আবার প্রায় ৭০০-৮০০-৯০০ টাকা করে এক একজনের এদিন ডিএ সহ বেতন ঢুকেছে। সব মিলিয়ে বলা যেতে পারে, গ্রুপ ডি-দের মাইনে ২১,৩০০ টাকা, ফেব্রুয়ারি ৪ শতাংশ বর্ধিত ডিএ-র পর হয়েছিল ২১,৯৭২ টাকা, আরও ৪ শতাংশ বেড়ে এদিন ঢুকল ২২,৬৭৬ টাকা।
আরও পড়ুন-দু’দিন আগেই বুথে পৌঁছে গেলেন গোসাবার ভোটকর্মীরা
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের শুরুর দিকে মাইনে ২৭,০০০ টাকা। ফেব্রুয়ারির ৪ শতাংশ বর্ধিত ডিএ-র পর তা হয়েছিল ২৮,০০০ টাকা। আরও ৪ শতাংশ বেড়ে তা হবে ২৯,১০০ টাকা। আইসিডিএস সুপারভাইজারদের বেতন ৩৪,৬৫৮ টাকা, ফেব্রুয়ারির ৪ শতাংশ আর বেড়ে এবার তা হল ৩৬,৯১৪ টাকা। ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের বেসিক মোটের উপর ২৯ হাজার, ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা। নতুন হারে ডিএ-র ক্ষেত্রে তাঁরা আরও ১২৮০ টাকা অতিরিক্ত বেতন পেয়েছেন। বিডিওদের ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার সময় বেসিক ৫৬,১০০ টাকা মতো। তাঁরা ডিএ পেয়েছেন ২২৪৪ টাকা। কলকাতা পুলিশের কনস্টেবল- রাজ্য পুলিশ, লেডি কনস্টেবেলরা ডিএ বাড়ার পর প্রায় ৯০০-১৪০০ টাকা বেশি পেয়েছেন এদিন। মিসলেনিয়াসের কিছু পদে যেমন, রেভিনিউ ইন্সপেক্টর, লেডি এক্সটেনশন অফিসারদের মাইনে ৩৪,৬৫৮ টাকা, ফেব্রুয়ারি ৪ শতাংশ বর্ধিত ডিএ-র পর হয়েছিল ৩৫,৭৫৮ টাকা, আরও ৪ শতাংশ বেড়ে এবার তা হল ৩৬,৯১৪ টাকা। কিছু পোস্ট যেমন ব্লক ইয়ুথ অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসারদের এখন বেতন ৩৮,৫০০ টাকা, ফেব্রুয়ারি ৪ শতাংশ বর্ধিত ডিএ-র পর হয়েছিল প্রায় ৩৯,৭০০ টাকা, আরও ৪ শতাংশ বেড়ে হল ৪০,৯৫০ টাকা। রাজ্যের ডব্লুবিসিএস ক্যাডারের সবচেয়ে উঁচু পোস্ট হল সিনিয়র স্পেশাল সেক্রেটারি। বেসিক, প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। পাটিগণিতের হিসাবে তাঁদের ডিএ হবে প্রায় ৮০০০ টাকা। রাজ্যের আইএএস/আইপিএস অফিসারদের বেতন রাজ্য সরকার দিলেও তাঁদের বেতন হয়ে থাকে কেন্দ্রীয় হারে। ফলে এই ডিএ বৃদ্ধির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।