বুমেরাং

সায়েন্স ফিকশন কমেডি ‘বুমেরাং’। সুপারহিরো অবতারে ধরা দিলেন জিৎ। তাঁর বিপরীতে আছেন রুক্মিণী মৈত্র। প্রথমবার দু’জন জুটি বাঁধলেন। ট্রেলার উচ্চপ্রশংসিত। দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। শৌভিক কুণ্ডু পরিচালিত ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ৭ জুন। লিখলেন অংশুমান চক্রবর্তী

Must read

এই মুহূর্তে বাংলা বাণিজ্যিক ছবির বেতাজ বাদশা জিৎ। কথাটা সাধারণ দর্শকরা তো বটেই, টলিউডের অনেকেই স্বীকার করেন। প্রথম সারির কয়েকজন নায়ক যখন অন্য ধারার ছবিতে মন ডুবিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করছেন নিজেদের চরিত্র এবং লুক নিয়ে, তখন জিৎ কিন্তু খেলে চলেছেন নিজের চেনা জমিতে। আগের মতোই। তাঁর সব ক’টা ছবিই যে বক্স অফিসে হিট, সেটা বলা যায় না। কিছু ছবি দেখেছে ব্যর্থতার মুখ। তবু নিজের লক্ষ্যে তিনি অবিচল থেকেছেন। বরাবরই। সেই লক্ষ্য হল দর্শকদের মনোরঞ্জন। তাতে তিনি অনেকটাই সফল। গত কয়েক বছরে তাঁর কেরিয়ারগ্রাফ দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে। বলিউডে যেমন সলমন খান, টলিউডে তেমন তিনি। প্রশ্ন উঠতে পারে, হঠাৎ জিৎ নিয়ে এত কথা কেন? ব্যাপার হল, সম্প্রতি সামনে এসেছে তাঁর নতুন ছবি ‘বুমেরাং’-এর (Boomerang) ট্রেলার। সেটা দেখেই মনের মধ্যে জন্ম নিল কথাগুলো। ট্রেলার মুক্তির পর দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই করেছেন ভূয়সী প্রশংসা। স্টার থিয়েটারে ট্রেলার মুক্তি অনুষ্ঠানে এসেছিলেন জিৎ। তাঁকে ঘিরে বিভিন্ন জেলা থেকে আসা ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। মনে করা হচ্ছে, এই উন্মাদনা ছবি রিলিজের পর প্রেক্ষাগৃহেও দেখা যাবে।

ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, ‘বুমেরাং’ (Boomerang) একটি সায়েন্স ফিকশন কমেডি। রয়েছে ভরপুর অ্যাকশন। তার সঙ্গে রয়েছে রোবট ও সুপারবাইক। ছবিতে জিৎ-এর চরিত্রের নাম সমর। প্রযুক্তি আর বিজ্ঞানের আবিষ্কার তাঁর ধ্যান-জ্ঞান। ট্রেলারের শুরুতেই সুপারহিরো অবতারে ধরা দিয়েছেন তিনি। উড়ন্ত সুপারবাইকের সাহায্যে উঁচু বহুতলে ঝুলন্ত এক কিশোরকে উদ্ধার করতে দেখা যায় তাঁকে। সেইসঙ্গে হুবহু বউ ইশার মতো দেখতে এক রোবট তৈরি করে ফেলেন সমর। এই রোবট মারপিট, লাফঝাঁপ থেকে শুরু করে সিলিংয়ে উল্টো হয়ে চলাফেরা, সবকিছুই করতে পারে। এমনকী বলতে পারে বাংলা কবিতাও। এই রোবটের হাত ধরে ইতিহাস সৃষ্টি করতে চান সমর। কিন্তু সৃষ্টি হয় সমস্যার। রোবট নিশা সমরের পরিবারে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গেই। স্ত্রী ইশার সঙ্গে ঝামেলা বেধে যায় সমরের। এই রোবট আর স্ত্রীর মাঝখানে পড়ে বুমেরাং পরিস্থিতি কীভাবে সামাল দেন সমর, সেই গল্পই দেখা যাবে ‘বুমেরাং’ ছবিতে। শৌভিক কুণ্ডু পরিচালিত এই ছবিতে হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই-এর ব্যবহার।

আরও পড়ুন: পড়ুয়াদের জন্য নতুন সিলেবাসের বইয়ের পিডিএফ আপলোড করল শিক্ষা সংসদ

জিৎ দুর্দান্ত অভিনেতা। সুখ-দুঃখ, হাসি-কান্না ফুটিয়ে তোলেন চমৎকারভাবে। কমেডি এবং অ্যাকশনেও তিনি লাজবাব। এই ছবিতে তাঁর লুক নজর কেড়েছে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। এই প্রথম বড় পর্দায় তাঁদের জুটি দেখবেন দর্শকরা। ছবি নিয়ে আশাবাদী নতুন দু’জনেই। এর আগে জিৎ-এর প্রযোজনা সংস্থার অধীনে ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে অভিনয় করেছিলেন রুক্মিণী। ‘বুমেরাং’-এ রুক্মিণী আছেন দ্বৈত চরিত্রে। তিনি ইশা আবার তিনিই নিশা। একজন জিতের স্ত্রী, আর অন্যজন রোবট, যাঁকে অবিকল জিতের স্ত্রীর মতোই দেখতে। এই ছবি রুক্মিণীর কাছে বড় চ্যালেঞ্জ। এতদিন তিনি মূলত দেবের সঙ্গে ছবি করেছেন। দেব ছাড়া অন্য নায়কদের সঙ্গে কাজ করেও তিনি যে সাফল্য পেতে পারেন, দেখাতে চান নায়িকা। জিৎ-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে রুক্মিণী জানিয়েছেন, খুব ভাল অভিজ্ঞতা। জিৎ সারাক্ষণ বলেছেন খাওয়াদাওয়া করতে, গল্প করতে। সত্যিই এই রকম সুপারস্টার পাওয়া মুশকিল।
জিৎ এবং রুক্মিণী ছাড়াও ছবিতে আছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, সত্যম ভট্টাচার্য, সৌরভ দাসের মতো অভিনেতারা। বর্তমানে টলিউডের বেশিরভাগ ছবিই দক্ষিণ ভারতের ছবি থেকে টোকা। তাই নিয়ে বিস্তর সমালোচনা হয়। অনেকেই মনে করেন, বাংলার নির্মাতা নির্দেশকরা মৌলিক কাহিনি নিয়ে ছবি তৈরির কথা প্রায় ভুলেই গেছেন। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সমালোচকদের একহাত নিয়ে জিৎ বলেন, এটা কোনও ছবির কপি নয়, খাঁটি বাংলা সিনেমা। অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়, যিনি সম্পর্কে আবির চট্টোপাধ্যায়ের বাবা, তিনি একবার ‘পুনরায় রুবি রায়’ নামক একটি নাটক মঞ্চস্থ করেছিলেন। নাটকটি বাংলার রঙ্গমঞ্চে রোবট আর কমেডিতে মোড়া সেরার সেরা নাটকের তকমা পায়। পরিচালক সেই নাটকটি দেখার পরই এই ছবি তৈরি করবেন ঠিক করেন।
রুক্মিণী সম্পর্কে জিৎ বলেন, ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করে না। আর বন্ধু মনে করলেও কেউ অন্যকে কতটা মানে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সেখানে রুক্মিণীর সঙ্গে আমার বন্ধুত্ব সত্যিই মৌলিক। আশা করি, আমাদের বন্ধুত্ব আগামী দিনেও একই ভাবে অটুট থাকবে।
২০২৩ সালের জুলাই মাসেই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। চিত্রধারণের কাজ শেষ হয়েছে সেপ্টেম্বরে। উন্নত মানের প্রযুক্তির ‘সিনেবট’ ক্যামেরা ব্যবহৃত হয়েছে। ছবির শ্যুটিংয়ের জন্য ফিউচারিস্টিক বিশেষ বাইক তৈরি হয়েছিল। হিট হয়েছে ছবির টাইটেল ট্র্যাক। জমকালো পোশাক পরে ফাটিয়ে নেচেছেন জিৎ-রুক্মিণী। গানের মধ্যে দিয়ে চরম বাস্তব কথা তুলে ধরেছেন তাঁরা। এই গানের গীতিকার ও সুরকার নীলাঞ্জন চট্টোপাধ্যায়। গেয়েছেন শাশ্বত সিং, কার্তিক দাস বাউল, শ্যামশ্রী সাহা। নাচের কোরিওগ্রাফি করেছেন বস্কো-সিজার। জিৎ, গোপাল মদনানী ও অমিত জুমরানি প্রযোজিত ‘বুমেরাং’ মুক্তি পাবে আগামী ৭ জুন।

Latest article