দেশজুড়ে লোকসভা নির্বাচনে শেষ দফা ভোট চলাকালীন ফের বোমাতঙ্ক (Bomb threat) বিমানে। শনিবার সকালে চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগো বিমানে ছড়ায় বোমাতঙ্ক (Bomb threat)। মুম্বইয়ে জরুরি অবতরণের পরই বিমান খালি করে শুরু হয় তল্লাশি। বিশেষ সতর্কতা জারি হয় বিমানবন্দরে। জানা গিয়েছে, ১৭২ জন যাত্রীকে নিয়ে চেন্নাই থেকে মুম্বই যাচ্ছিল ইন্ডিগো বিমানটি। সকাল সাতটা নাগাদ যাত্রা শুরু করে বিমানটি। উড়ান চলাকালীন খবর ছড়ায় বোমা রয়েছে বিমানে। অবতরণের সঙ্গে সঙ্গেই দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও বিমান থেকে মেলেনি বোমা। সুরক্ষিত রয়েছে যাত্রীরা।
আরও পড়ুন- সপ্তাহান্তে চিন্তায় যাত্রীরা, আজ ও কাল বাতিল একাধিক লোকাল ট্রেন
গত দেড় মাসে দেশের বিভিন্ন প্রান্তে স্কুল হাসপাতাল, বিমানবন্দরে ছড়িয়েছে বোমাতঙ্ক। একের পর এক হুমকি মেইলও পাওয়া গিয়েছে। কে বা কারা? হুমকি মেল পাঠাচ্ছে তার তদন্ত চলছে।