ভারতে ১৪ নভেম্বর দিনটি প্রতি বছর শিশু দিবস (Children’s Day) হিসাবে পালিত হয়। এই দিনটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর (Pandit Jawaharlal Nehru) জন্মদিন। স্কুলগুলিতে এই দিনটিতে পড়াশুনোর পরিবর্তে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন-ভারতীয় চিকিৎসককে জার্সি রিজওয়ানের
দেশের ভবিষ্যৎ গঠনে শিশুদের গুরুত্ব যে অপরিসীম সেই কথা মাথায় রেখেই এই দিনটি পালিত হয়। এই দিনে শিশুদের অধিকার সম্পর্কে সব মানুষকে আরও সচেতন করা হয়। শিশুরা যাতে সঠিক শিক্ষা পায়, দেশের সংস্কৃতি সম্পর্কে শিক্ষা পায় সেই উপলক্ষে এই দিন পালন করা হয়। পাশাপাশি শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তার কথাও বলা হয়।
এদিন শিশু দিবস উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।