রবিবার সাত সকালে ভয়াবহ রেল দূর্ঘটনা (accident)। দুমড়ে-মুচড়ে গেল একের পর এক বগি। দুই মালগাড়ির জোরাল সংঘর্ষে লাইনচ্যুত হয়ে উল্টে গেল দুটি মালগাড়ি। একটি মালগাড়ির ইঞ্জিন (engine) উঠে যায় উল্টোদিক থেকে আসা আরেকটি মালগাড়ির বগির উপরে। দুর্ঘটনায় গুরুতর জখম দুই মালগাড়ির লোকো পাইলট। রবিবার সকালে পাঞ্জাবের শিরহিন্দের কাছে মাধোপুরে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষ এতটাই জোরাল ছিল যে দুটি ট্রেনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুড়ির টিনের মত দুমড়ে মুচড়ে যায় মালগাড়ির কামরাগুলি। মালগাড়ির কামরার উপরে উঠে যায় উল্টোদিক থেকে আসা একটি মালগাড়ির ইঞ্জিন। এর ফলে একাধিক কামরার চাকা ভেঙে গিয়েছে।
আরও পড়ুন-পর পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইন্দোনেশিয়াতে, সুনামির আশঙ্কা
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান রেল আধিকারিকরা। দুটি মালগাড়ির লোকো পাইলটই গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে শ্রী ফতেহগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মালগাড়ির বদলে যদি এটি যাত্রীবাহী ট্রেন হত, তবে ভয়াবহ পরিণাম হতে পারত বলেই মনে করা হচ্ছে।