গরমে নাজেহাল রাজধানী দিল্লি (Delhi)। কয়েকদিন যাবৎ দিল্লির গরম বহু মানুষের মৃত্য ও অসুস্থতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে খুশির খবর, এবার আবহাওয়ার বড় বদল হতে চলেছে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে আজ সোমবার থেকেই বেশ কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫৩ ডিগ্রি। বহু মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন ছিল। তবে এই সপ্তাহ থেকে দিল্লির তাপমাত্রা অনেকটা নামবে। গত তিন দিনে দিল্লিতে কিছুটা গরম কমেছে। তাপমাত্রার পারদ যদিও এখন নিম্নমুখী।
আরও পড়ুন-তাজ এক্সপ্রেসে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই
দিল্লির মৌসম ভবন তরফে খবর, বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই বেড়ে গিয়েছে। আজ সোমবার দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা আছে। গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে। রবিবার তাপমাত্রা অনেকটাই কমেছে। ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে এখন দিল্লির তাপমাত্রা। তবে শুধু দিল্লি নয়, ভারতবর্ষের একাধিক রাজ্যে তাপমাত্রার পারদ চলতি বছর ঊর্ধ্বমুখী যা রীতিমত চিন্তার বিষয়।