প্রতিবেদন : মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। সোমবার এই কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ এবং সূচি মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিল জাতীয় নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে কমিশন জানিয়েছে, যে কোনও সময় নির্বাচনী নির্ঘণ্ট ও বিধি ঘোষণা হতে পারে। মঙ্গলবার সারা দেশে লোকসভা ভোটের গণনা।
আরও পড়ুন-জিটিএ-র উদ্যোগে মিরিক লেকে হচ্ছে ডান্সিং ফাউন্টেন
এর মধ্যেই আরও এক ভোটের প্রস্তুতি শুরু করল কমিশন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন মানিকতলার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সাধন পাণ্ডে। সেই থেকে মানিকতলা আসনটি শূন্য হয়ে পড়ে আছে। অথচ আইনানুযায়ী, কোনও বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য হওয়ার ৬ মাসের মধ্যে সেখানে উপনির্বাচন করাতে হয়। তবে মানিকতলার ক্ষেত্রে আইনি জটিলতায় তা করা যায়নি। একুশের ভোটে এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী ওই ভোট নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন। এ মামলার জেরেই এতদিন আটকে রয়েছে মানিকতলার উপনির্বাচন। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে পরাজিত বিজেপি প্রার্থী তাঁর দাখিল করা নির্বাচনী পিটিশন সম্প্রতি প্রত্যাহার করে নেন। ফলে জট অনেকটাই কেটে যায়।