‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
জীবন
জীবন কখনও থেমে থাকে না
থেমে যায় বিকৃত চিন্তাধারা।।
সংগ্রাম কখনও স্তব্ধ হয় না
স্তব্ধ হয় পাশবিক কারা।।
চলার স্রোত কভু বাধা মানে না
বাঁধ ভাঙে অন্যায় অধরা।।
জনস্রোতকে কখনও রোখা যায় না
গণতন্ত্র গঙ্গার ধারা।।
মানুষের পদধ্বনি পদ চায় না
পদাঘাত পদ-কে নিশ্চিহ্ন করে
মায়ের আর্তনাদ হার মানে না
হার মানে রাজশক্তি সমরে।।
বন্দুকের নল গণতন্ত্রে মানায় না
মানায় কাপুরুষতার বক্ষে।।
শিশু হাসে যেমন মাতৃক্রোড়ে
হাসে না দৈত্য’র কক্ষে।।
জটাধারীর জটে জটায়ু থাকে না
জটায়ু লড়াই-এর প্রতীক
মানবিকতার জন্ম হচ্ছে মনুষ্যত্বে
আসল মানুষ আজ অলীক।।
জীবনগাড়ির কোনও ঠিকানা নেই
জীবন খুঁজে বেড়ায় তার ঠিকানা,
মানুষ হলেই মনুষ্যত্ব হয় না
মান-হুঁশ, মনুষ্যত্বের আস্তানা।।
জীবন যন্ত্রণা’র বিচার জীবন সংগ্রাম
অস্তিত্ব রক্ষার লড়াই
এসো সবাই জীবন গড়ি
জীবন জীবনের বড়াই।।