মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তানের কয়লা খনিতে (Coal Mine Accident)। বালোচিস্তানের কোয়েটার জেলার সঞ্চদি এলাকার একটি কয়ল খনিতে বিষাক্ত মিথেন গ্যাসে মৃত্যু হল ১১ জন শ্রমিকের। ঘটনাটি (Coal Mine Accident) ঘটেছে সোমবার ভোরে। এই ঘটনার পরে সিল করা হয়েছে কয়লাখনি। তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন- দালাল স্ট্রিটে ধস! ২ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বেশি পতন
জানা গিয়েছে, খনিটির প্রায় পনেরোশো মিটার নীচে কাজ করছিলেন ১১ জন শ্রমিক। আচমকাই মাটির নীচ থেকে বিষাক্ত মিথেন গ্যাস নির্গত হতে শুরু করলে সকলে অচেতন হয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা কেটে যাওয়ার পর তাঁদের কোনও খবর না মেলায় শুরু হয় খোঁজাখুঁজি। সেখানকার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, খনিতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কয়লা কোম্পানির এক ম্যানেজার, আরেক আধিকারিক-সহ ৯ জনের।