প্রতিবেদন : লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর মা-মাটি-মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষই ম্যান অফ দ্য ম্যাচ। মোদিজি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি এতে আমি খুশি। নৈতিক হার স্বীকার করে অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। দেশের মানুষ বিজেপিকে এককভাবে জিততে দেননি। এজেন্সির অত্যাচার, মিডিয়ার একাংশের অত্যাচার, বিচারব্যবস্থার একাংশের অন্যরকম রায়, মানি-পাওয়ার সবকিছুর বিরুদ্ধে মানুষ এই রায় দিয়েছেন। মোদি-শাহর অহঙ্কার চূর্ণ হয়ে গিয়েছে। তাঁরা যা করেছেন তা ক্ষমাহীন অপরাধ। মানুষ তাঁদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। এরাজ্যে তৃণমূলের বিপুল জয়ের (২৯) কারণে বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে নেত্রী (Mamata Banerjee) বলেন, চার-পাঁচটি জায়গায় অবজারভার জয়ের সার্টিফিকেট দিচ্ছেন না। বিশেষ করে কাঁথির কথা উল্লেখ করে নেত্রী বলেন, ওখানে অবজারভার সার্টিফিকেট আটকে রেখেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব-সহ জোটের বাকিদের অভিনন্দন জানিয়েছেন। ইন্ডিয়া জোটের বৈঠক সম্পর্কে নেত্রীর বক্তব্য, এখনও পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করেননি এবিষয়ে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে যাবেন বলে তিনি জানিয়েছেন। নেত্রী বলেন, সব থেকে বেশি অত্যাচার হয়েছে বাংলায়। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে সবটা করা হয়েছে। রাজ্য পুলিশকে কাজে লাগানো হয়নি। তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন জয়ী ইউসুফ পাঠানকে। নাম না করে অধীরকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেছেন। তাঁর কথায়, তিনি কংগ্রেসের নয়, বিজেপির লোক। এরাজ্যে অনেক আসনে বিজেপি টাকা ছড়িয়েছে। এছাড়া তৃণমূলের নেতা-মন্ত্রীদেরও হুমকি দিয়েছে।
আরও পড়ুন- হারলেন শাহের ডেপুটি, কোচবিহারে জয়ী তৃণমূলের জগদীশ
নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে নেত্রী বলেন, ওরা বিজেপির কমিশনের মতো কাজ করেছে। আমাদের কোনও কথা শোনেনি। বিজেপি রিপোল চাইলে দিয়েছে। আমরা চাইলে দেয়নি। বাংলার বকেয়া নিয়ে নেত্রীর বক্তব্য, অবিলম্বে বাংলার টাকা দিয়ে দিক নতুন সরকার। না হলে দিল্লির বুকে কীভাবে আন্দোলন করতে হয় আমাদের জানা আছে। এরাজ্যের এক্সিট পোল নিয়েও মিডিয়ার একাংশকে তুলোধোনা করেছেন নেত্রী। তিনি বলেন, এরা মরাল ভেঙে দিতে চেয়েছে, যাতে গণনাকেন্দ্রে গিয়ে লড়াই করতে না পারে এজেন্টরা। বিজেপির তৈরি করে দেওয়া এক্সিট পোল দেখানো হয়েছে। মানহানির মামলা করব আমরা। মোদির বিজ্ঞাপনের এতটাকা কোথা থেকে আসে তাও তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেন নেত্রী। কংগ্রেসের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি বলেছিলাম এখানে দুটো আসন দিচ্ছি। লড়াই হোক ওরা ১০০-র বেশি আসন পাবে। কিন্তু ওরা সেটা করল না। এখন আমার কথা মিলছে তো!