প্রতিবেদন : গতবার ফাইনালে উঠেও মুম্বই সিটি এফসির কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এটিকে মোহনবাগানের (Mohun Bagan) রক্ষণের অন্যতম ভরসা প্রীতম কোটাল (Pritam Kotal) যদিও এবছর আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন। পাশাপাশি তিনি জানাচ্ছেন, সবুজ-মেরুনের রক্ষণ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই।
আরও পড়ুন-Ravi Shastri: যতদিন খেলা দেখব, ভারতকে সমর্থন করব
শুক্রবার কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল (ISL) অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। প্রীতমের বক্তব্য, ‘‘হুগো, কাউকো, লিস্টনরা (কোলাসো) দলে আসায় আমাদের আক্রমণভাগের শক্তি বেড়েছে। গোল করার জন্য রয় (কৃষ্ণ) ডেভিড উইলিয়ামস, মনবীররা রয়েছে। গতবারের ভুল শুধরে নিতে পারলে, এবার আমাদের চ্যাম্পিয়ন হওয়া কেউ আটকাতে পারবে না।’’
দলের রক্ষণ প্রসঙ্গে প্রীতমের বক্তব্য, ‘‘আমাদের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী। কোচ (আন্তোনিও হাবাস) নানা ফর্মেশনে আমাদের রক্ষণ তৈরি করছেন। আর হাবাস স্যারের রণনীতি কতটা কার্যকর, সেটা সবাই জানে। তবে এবার যেহেতু প্রথম একাদশে পাঁচজন নয় চারজন বিদেশি থাকবে, তাই ভারতীয় ফুটবলারদের দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। আমাদের বড় সুবিধে, গত কয়েক বছর ধরে একই দল ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট।’’
সবুজ-মেরুন রক্ষণের আরও এক স্তম্ভ শুভাশিস বসুও (Subhasis Basu) এই বিষয়ে প্রীতমের সঙ্গে একমত। তিনি বলছেন, ‘‘গতবারের চেয়েও আমাদের রক্ষণ আরও বেশি শক্তিশালী। গোল অক্ষত রেখে ম্যাচ জেতার মতো রসদ আমাদের রক্ষণে মজুত রয়েছে। কোচের হাতে প্রচুর বিকল্প। হুগোদের জন্য মাঝমাঠেও পাসারের সংখ্যা বেড়েছে। আমরা একটা দল হিসেবে ফুটবল খেলি। সবাই মিলে রক্ষণ করি। আবার একসঙ্গে আক্রমণে উঠি। এটাই আমাদের কোচের ফুটবল দর্শন।’’
আরও পড়ুন-Sunil Gavaskar: হনুমা বাদে অবাক হননি গাভাসকর
এদিকে, দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান। রাইট ব্যাক প্রবীর দাস অবশ্য এখনই ডার্বি (Derby) নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তাঁর সাফ কথা, ‘‘যে কোনও টুর্নামেন্টে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। আগে তো কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতি। তারপর ডার্বি নিয়ে ভাবব।’’