তারাপীঠে পুজো দিয়ে শতাব্দী, এই মাটি-মানুষ আমার প্রাণ

Must read

সংবাদদাতা, তারাপীঠ : চতুর্থবারের জন্য বীরভূমের সাংসদ হিসেবে শপথ নিতে চলেছেন শতাব্দী রায় (Shatabdi Roy)। জয়ের পর তারাপীঠে পুজো দিলেন তিনি (Shatabdi Roy)। বুধবার ফলহারিণী অমাবস্যা উপলক্ষে পরিবার ও দলীয় সদস্যদের নিয়ে পুজো দিলেন তিনি। পুজো দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার কর্মীরা আবেগ-ভালোবাসা দিয়ে পরিশ্রম করেছেন। তার ফল এসেছে। লিড না থাকলে পদ থাকবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সতর্কতার পরই কি এত ভাল ফল? শতাব্দীর জবাব, নিশ্চয়ই। পদ খোয়ানো মানে তো আসলে সম্মান হারানো। তিনি আরও বলেন, বীরভূমে আমার ১৫ বছর থাকা হয়ে গেল। শুধু ভোটার কার্ডটাই নেই। কিন্তু বীরভূমের মাটি, মানুষ আমার প্রাণশক্তি।

আরও পড়ুন-বেনজির! ১৯৮৪ ও ২০১১-র দুই বিশ্বকাপার সংসদে টিম তৃণমূলে

Latest article