সংবাদদাতা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার : মঙ্গলবার রাতে কিছুক্ষণের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা। উপড়ে পড়ল গাছ, উড়ে গেল বাড়ির চাল, পড়ল বিদ্যুতের খুঁটি। দুর্যোগ মাথায় নিয়েই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে স্বাভাবিক করতে কাজে নেমে পড়েন পুরসভার কর্মীরা। তৃণমূলের স্থানীয় নেতারা পৌঁছে যান এলাকায়। বুধবার সকালেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির রাস্তায় পড়ে থাকা গাছ কেটে পরিষ্কার করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার মাঝরাতে থেকে হঠাৎ করে শুরু হয় ভীষণ হাওয়া, সাথে ঘন ঘন বজ্রপাত। এরপরে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি (Rain)। জলপাইগুড়িতে বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এলাকার পঞ্চায়েত প্রধানরা। জানা যায় ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ও খোঁজখবর নেন ক্ষতিগ্রস্ত এলাকার। দুর্গতদের হাতে তুলে দেওয়া ত্রিপল। একই ভাবে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। বাড়িঘর-সহ গাছপালা ও চাষজমি। মঙ্গলবার রাতের ঝড়ে ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর, গাছপালা, ইলেক্ট্রিকের পোল। প্রশাসন দুর্গত এলাকায় সমস্ত কিছু স্বাভাবিক করতে কাজে নেমে পড়ে।
আরও পড়ুন- তারাপীঠে পুজো দিয়ে শতাব্দী, এই মাটি-মানুষ আমার প্রাণ