প্রতিবেদন: বিজেপিকে মুখের উপর জবাব দিল মণিপুর (Manipur)। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা অশান্তির আগুন নেভাতে সেখানে কোনও ব্যবস্থাই নেয়নি গেরুয়া কেন্দ্র। অদ্ভুত নিস্পৃহভাব দেখিয়েছিল সেখানকার গেরুয়া রাজ্য সরকারও। নারী-নির্যাতন নিয়েও কেন্দ্র-রাজ্যের নিষ্ক্রিয় ভূমিকায় স্তম্ভিত গোটা দেশ। নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। তারই প্রতিফলন দেখা গেল লোকসভা নির্বাচনে। বিরোধী-শক্তির কাছে ধরাশায়ী হল গেরুয়া দল। ইনার এবং আউটার মণিপুরে গোহারা হেরেছে তারা।
অশান্তিতে বিধ্বস্ত মণিপুর (Manipur) নিয়ে এক বছর ধরে কোনও পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্রের মোদি সরকার। প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনা দেখেও একটি শব্দও ব্যয় করেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজও সেই ঘটনায় অভিযুক্তরা সবাই ধরা পড়েনি। মণিপুরকে মোদি সরকারের সেই বঞ্চনার জবাব ইভিএমেই দিলেন মণিপুরের মানুষ। হিংসা-বিধ্বস্ত মণিপুরে কিন্তু বিরোধীরা বারবার গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্যা বুঝে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তাই যুযুধান দু’পক্ষই আস্থা রেখেছেন কংগ্রেসে।
আরও পড়ুন- মোদি ও বিজেপির বিরুদ্ধে জনাদেশ, ২৭ দলের বৈঠক নয়াদিল্লিতে
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের সময় যে কয়েকটি রাজ্যে সকলের নজর ছিল তার মধ্যে একটি নাম ছিল মণিপুর। হিংসা পরিস্থিতিতে লোকসভায় বারবার মোদির বিবৃতি দাবি করা হলে লোকসভাতেই অনুপস্থিত থেকেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারে বারবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে মণিপুরে হিংসা ও নারীর অসম্মানে বিজেপির নীরবতা নিয়ে তোপ দেগেছে। মণিপুরের মানুষও বিজেপির বঞ্চনার জবাব লোকসভার ভোটবাক্সে দেবে বলেই স্থির করে রেখেছিল। মঙ্গলবার নির্বাচনের ফলাফলে মণিপুরের দুটি আসনই পরাজিত গেরুয়া দল। ইনার মণিপুরে মেইতি সম্প্রদায়ের ভোটে পরাজিত হয়েছে বিজেপি। অন্যদিকে আউটার মণিপুরে কুকি সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এনডিএ সঙ্গী নাগা পিপলস ফ্রন্টকে পরাজিত করে কংগ্রেস। তবে শুধু মণিপুর নয়। একমাত্র অরুণাচল প্রদেশ বাদে সব রাজ্য থেকে সাফ হয়ে গিয়েছে বিজেপি তথা এনডিএ। উত্তর-পূর্বের একসময়ের একচ্ছত্র ক্ষমতা যে কংগ্রেস হারিয়েছে তা ২০১৯ নির্বাচনে দেখা যায়। কিন্তু বিজেপির অপশাসন আর অত্যাচারে ফের উত্তর-পূর্বের মানুষ মুখ ঘুরিয়েছেন বিজেপির দিক থেকে। নাগাল্যান্ডের একটি মাত্র আসনে জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী। মেঘালয়ের দুটি আসনের মধ্যে ১টি জিতেছে বিরোধীরা। অন্যটিতে স্থানীয় ভয়েস অফ দ্য পিপলস পার্টি জয়লাভ করে। বিজেপির অপশাসনে বর্তমান লোকসভা নির্বাচন আঞ্চলিক শক্তিগুলির উত্থানের সাক্ষী থাকল এভাবেই।