আজকের পর থেকে সুনীল ছেত্রীর (Sunil Chhhetri) নামের আগে বসবে ‘প্রাক্তন’। আজকের পর ভারতীয় ফুটবল দলের জার্সি গায়ে তাঁকে মাঠে দেখা যাবে না। সুনীল ছেত্রীর অবসরের পর ভারতীয় ফুটবলে বিরাট শূন্যস্থান তৈরি হবে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী আজ রাতে কলকাতায় তাঁর শেষ আন্তর্জাতিক খেলায় যোগ দিচ্ছেন। সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কুয়েতের মুখোমুখি হতে চলেছে ভারত। দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে আজ স্বেচ্ছায় ইতি টানছেন সুনীল ছেত্রী। আজ জিততে পারলে ভারতের বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে ওঠা একপ্রকার নিশ্চিত। লেখা হতে চলেছে নতুন ইতিহাস। আজকের হাইভোল্টেজ ম্য়াচ খেলে সুনীল ছেত্রী দেশের জার্সি তুলে রাখতে চলেছেন।
আরও পড়ুন-সকালে অখিলেশ যাদবের পর বিকেলে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
আজকের এই বিশেষ দিন উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের জন্য বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ”আপনাকে একটি গৌরবময় নতুন অধ্যায়ে স্বাগত। আজ জীবনের একটি নতুন পর্ব শুরু করতে চলেছেন আপনি। আপনি বাংলার রত্ন, ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন, এশিয়ার স্পোর্টস আইকন ও বিশ্বব্যাপী একজন স্বনামধন্য স্কোরার। আমি নিশ্চিত যে আপনি খেলা চালিয়ে যাবেন। খেলার মধ্য দিয়েই আমাদের গৌরবান্বিত করবেন এবং নিজের এবং আমাদের জন্য আরও অনেক খ্যাতি অর্জন করবেন। এটি আপনার জন্য বিদায়ের দিন নয়। এটি আপনার পরিবার, বাংলা এবং ভারতের গৌরবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার অঙ্গীকার পুনরুজ্জীবিত করার দিন। ভবিষ্যতের আরও সাফল্যের জন্য আপনাকে শুভকামনা।”
Welcome Sunil Chhetri @chetrisunil11 to the beginning of a glorious new journey. You start a new phase of life today.
You have been a golden boy of Bengal, Captain of the Indian football team, a sports icon of Asia, a globally adored scorer, a giant achiever. I am sure that…
— Mamata Banerjee (@MamataOfficial) June 6, 2024