প্রতিবেদন : আবাস যোজনা নিয়ে বাংলাকে প্রথম থেকেই বঞ্চিত করে রেখেছে কেন্দ্র। এবার ভোট মিটতেই আবাস প্রকল্পে বঞ্চিতদের মাথায় পাকা ছাদের ব্যবস্থা করতে উদ্যোগী হল রাজ্য সরকার। তৈরি করা হল বিশেষ পোর্টাল। ইতিমধ্যেই শেষ হয়েছে গৃহশ্রী নামের এই পোর্টাল তৈরির কাজ। জানা গিয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই পোর্টালের। সবকিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ওই পোর্টালের মাধ্যমে আবাস প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।
আরও পড়ুন-চলতি মাসের মধ্যেই দূর্গতদের ক্ষতিপূরণ দিতে উদ্যোগী রাজ্য, রিমেল তৎপরতা শুরু প্রশাসনের
২০২২ সালের ডিসেম্বর মাসে কেন্দ্র সরকার ১১ লক্ষ বাড়ি তৈরির প্রশাসনিক সম্মতি দেওয়ায় রাজ্যব্যাপী উপভোক্তাদের যাচাই পর্ব চালায় রাজ্যের পঞ্চায়েত দফতর। তখনই তৈরি হয় চূড়ান্ত তালিকা। এদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার আগে ফের একবার উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাই করে নেওয়া হবে। কারণ, শেষবার যাচাইয়ের পর কেটে গিয়েছে প্রায় দেড় বছর। এই সময়কালে অনেকে টাকাপয়সা জোগাড় করে বাড়ি তৈরি করে ফেলেছেন। অনেকে হয়তো অন্যত্র চলে গিয়েছেন। এসব দিক খতিয়ে দেখে তবেই টাকা ছাড়া হবে, যা যথেষ্ট সময়সাপেক্ষ। সেই কারণে ডিসেম্বর মাসে রাজ্য বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ছাড়বে বলে জানিয়েছেন মমতা। একই সঙ্গে ‘বাংলার বাড়ি’ ও ‘আমার বাড়ি’ প্রকল্পে নাম থাকা উপভোক্তাদেরও এই তালিকায় জুড়ে দেওয়া হচ্ছে। বাড়ি পাবেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরাও। সব মিলিয়ে সংখ্যাটা ১৯ লক্ষের আশপাশে হতে চলেছে।
আরও পড়ুন-হ্যাট্রিক করেই কাজ নিয়ে ভাবনা শুরু প্রতিমার
মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন, সেই কথা তিনি রাখেন অক্ষরে অক্ষরে। কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি বাংলার মাটিতে একুশের ভোটে হেরে এ-রাজ্যের মানুষকে ভাতে মারার ফন্দি নিয়েছে। আর তাই ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, রাস্তা তৈরির টাকা, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা আটকে দিয়েছে। বাংলার এই ঘোর দুর্দিনে ত্রাতা হয়েছেন একজনই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের ধরনা থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্র সরকার ১০০ দিনের টাকা আর আবাস যোজনার টাকা না দিলে সেই টাকা রাজ্য সরকারই দিয়ে দেব। ইতিমধ্যেই রাজ্য সরকার বাংলার প্রায় ৫০ লক্ষ মানুষকে মোট ৩৭০০ কোটি টাকার মাধ্যমে তাঁদের বকেয়া ১০০ দিনের কাজের মজুরি মিটিয়ে দিয়েছে। এবার পালা আবাসের। আর তাই মানুষের মাথায় পাকা ছাদ গড়ে দিতে এক নতুন পোর্টাল আনছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘গৃহশ্রী’ নামের সেই পোর্টালের মাধ্যমেই আবাসের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রায় ১৯ লক্ষ মানুষ তাতে উপকৃত হবেন।