পাঁচ বছর আগে কোচবিহার (Coochbehar) অমিত শাহের (Amit Shah) ডেপুটি হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। সেখানেই এবার গেরুয়া ভোটে ধস নেমেছে। জনগণ অমিত শাহের ডেপুটির উপর এবার আর আস্থা রাখতে পারে নি সেটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের জগদীশ বর্মা বসুনিয়ার কাছে প্রায় ৩৯ হাজার ২৫০ ভোটে হেরে গিয়েছেন নিশীথ। আর এই ঘটনার পরেই একটি পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির।
আরও পড়ুন-অমিত মালব্যর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ বিজেপির রাহুল সিনহার ভাইয়ের
কোচবিহার লোকসভা কেন্দ্রের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। জগদীশ বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। আজ শুক্রবার জগদীশের সিতাইয়ের বাড়িতে ওই পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান সহ ৯ জন সদস্য তৃণমূলের যোগ দেন।
আরও পড়ুন-ছত্তিশগড়ে ফের নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৭ মাওবাদী
ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা হল ১৮। সেখানে প্রাথমিকভাবে তৃণমূলের ৬ জন সদস্য ছিল। বিজেপির ৯ জন সদস্য পরে যোগ দেওয়ার ফলে এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জন। জগদীশ বসুনিয়া মনে করছেন, যারা তৃণমূলে যোগ দিয়েছেন তারা তৃণমূলেই ছিলেন। ভয় দেখিয়ে তাদের বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তারা বুঝতে পেরে তৃণমূলে ফিরে এসেছেন।