সংবাদদাতা, কোচবিহার : জেলা প্রশাসনের কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনিক বৈঠক হল শনিবার। কোচবিহার ল্যান্সডাউন হলে এদিন এই বৈঠক করেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা। জানা গিয়েছে, ১১ জুন নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কোচবিহারে প্রশাসনের বিভিন্ন দফতরকে সঙ্গে নিয়ে সরকারি প্রকল্পের কাজ সম্পর্কে রিপোর্ট নিয়েছেন জেলাশাসক। বর্ষার আগে উন্নয়নমূলক প্রকল্পগুলিতে যাতে জোর গতিতে কাজ শেষ হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-নার্সারিতে আঙুর ফলিয়ে চমক লাগালেন কালনার তরুণ
জেলাশাসক জানান, জেলার সব দফতরকে নিয়ে এদিন বৈঠক হয়েছে। সব দফতরের কাজ ভালভাবে চলছে। বর্ষার আগে কোচবিহারের সব ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে মহকুমাস্তরে সব দফতরগুলিতে আপৎকালীন ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় সরঞ্জাম থাকে। এছাড়াও সব ব্লক মহকুমাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ডেঙ্গি মোকাবিলায় সচেতন থাকতে। গ্রামবাসীরা তাঁদের বাড়িতে যাতে জল, আবর্জনা জমিয়ে না রাখেন, সে ব্যাপারে আরও সজাগ হতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা জুড়ে উন্নয়নমূলক যেসব প্রকল্প চলছে তাতেও আরও গতি আনতে নির্দেশ দেওয়া হয়েছে।