বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজীম খুনের ঘটনায় প্রতিনিয়ত খুলছে নতুন পর্দা। শুক্রবারই সিআইডির (CID) হাতে নেপাল (Nepal) থেকে গ্রেফতার হয়েছে এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত সিয়াম হোসেন। দফায় দফায় জেরা করা হয়েছে তাকে। বাগজোলা খালে তল্লাশি চালিয়ে এবার মানব দেহের হাড় পাওয়া গেল। তদন্তকারী দল মনে করছে হাড়টি বাংলাদেশের মৃত সাংসদের। শুক্রবার গ্রেফতারির পর থেকেই সিয়ামকে বেশ কয়েকবার জেরা করা হয়েছে। রবিবার অভিযুক্ত সিয়ামকে নিয়ে বাগজোলা খালে তল্লাশিতে যায় সিআইডির বিশেষ তদন্তকারী দল। উপস্থিত ছিল কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ও নৌসেনা।
আরও পড়ুন-রবিবার ৯৮ লোকাল ট্রেন বাতিল শিয়ালদায়
ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বাগজোলা খালের একটি অংশকে চিহ্নিত করে সিআইডির অফিসাররা রবিবার সকাল থেকেই শুরু করে তল্লাশি। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ও নৌসেনার যৌথ তল্লাশিতে খালের থেকে পাওয়া গেল হাড়ের অংশ। সিআইডির তরফে খবর, সিয়াম হোসেনের বয়ানের ভিত্তিতে উত্তর কাশীপুর এলাকায় খালের থেকে হাড় পাওয়া গিয়েছে। আপাতত অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে সেগুলো বাংলাদেশের মৃত সাংসদের। তল্লাশি অভিযান এখনও চলছে। প্রসঙ্গত, এর আগে তদন্তকারী অফিসাররা নিউটাউনের ওই আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে প্রায় ৪ কেজি ওজনের নর মাংসের খোঁজ পেয়েছিলেন।