ভয়ানক ঘটনা, মুম্বইয়ের একই রানওয়েতে উঠছে ও নামছে প্লেন

দুটি বিমানের মধ্যে দূরত্বও তেমন ছিল না। এমনই এক ভয়ংকর ঘটনা ঘটল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে

Must read

যেই রানওয়ে থেকে একটি বিমান টেক-অফ (Take off) করছিল, সেখানেই আবার অবতরণ করছিল আরেকটি বিমান। দুটি বিমানের মধ্যে দূরত্বও তেমন ছিল না। এমনই এক ভয়ংকর ঘটনা ঘটল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Mumbai airport)। যদিও শেষপর্যন্ত কোনও বিপদ হয়নি তবে ওই ঘটনার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারত, সেটা ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে যাত্রী সহ বিমান বিশেষজ্ঞ সকলেরই। ইতিমধ্যে সেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

আরও পড়ুন-‘দায়িত্বশীল হন’, সংযমী হওয়ার উপদেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শুধু তাই নয়, এই ঘটনার জন্যে মুম্বই বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে (এটিসি) থাকা অফিসারদের বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে রোস্টার থেকে। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (মুম্বই বিমানবন্দর) দু’জন আধিকারিক জানিয়েছেন যে শনিবার এই বিপজ্জনক ঘটনা ঘটেছে। একটি রানওয়েতে ইন্ডিগোর বিমান নামছিল, সেখান থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান টেক-অফ করছিল। ভিডিয়োয় স্পষ্ট যে মুম্বই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়ে থেকে উঠছে এয়ার ইন্ডিয়ার এআই ৬৫৭ বিমান। আর ঠিক সেইসময় সেই রানওয়েতে ইন্ডিগোর ৬ই ৬০৫৩ বিমান নামছে। ইন্ডিগোর বিমানের চাকা যখন রানওয়ে ছুঁয়ে ফেলেছে সেই সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়ে ছেড়ে উঠে গিয়েছে।

আরও পড়ুন-বাংলাদেশের সাংসদ খু.নের ঘটনায় নয়া মোড়

ইন্ডিগোর এক মুখপাত্র এই মর্মে জানান, ‘গত ৮ জুন ইন্দোর থেকে আগত ইন্ডিগোর ৬ই ৬০৫৩ বিমানকে মুম্বই বিমানবন্দরে নামার ছাড়পত্র দিয়েছিল এটিসি। এটিসির নির্দেশ মেনে পাইলট এগিয়ে যায় এবং অবতরণ করেন। ইন্ডিগোর কাছে যাত্রীদের সুরক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ম মেনে আমরা সেই ঘটনা নিয়ে রিপোর্ট জমা দিয়েছি।’

 

Latest article