প্রতিবেদন : হিঙ্গলগঞ্জঃ দিল্লিতে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, আর হিঙ্গলগঞ্জে নরেন্দ্র মোদি কুশপুতুল দাহ। একসঙ্গেই সংগঠিত হল, ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলে। রবিবার সন্ধ্যায় হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুনহাট এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুলে জুতোর মালা পরিয়ে দীর্ঘক্ষণ চলে প্রতিবাদী বিক্ষোভ। নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন সরকার গঠন হচ্ছে কেন্দ্রে। এর আগে ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক হকের পাওনার দেইনি কেন্দ্র সরকার।
আরও পড়ুন-যোগীরাজ্যে হারাতে হত আরও ১৪ আসন, মায়াবলে অস্তিত্বরক্ষা বিজেপির
সেই প্রশ্ন তুলেই চলে এই বিক্ষোভ। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য যখন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছেন ঠিক সেই সময়ে বসিরহাটের হাসনাবাদ বরুনহাট এলাকায় নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখানো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজীর উপস্থিতিতে হাসনাবাদ লেবুখালী রোড এর উপর এই বিক্ষোভ এবং কুশপুতল দাহ করা হয়। অন্যদিকে সান্ডেলেবিল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানায় বাকরা বাজার এলাকায়।