প্রবল বৃষ্টিতে ধস সিকিমে (Sikkim Landslide)। ভূমিধসের জেরে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে অসংখ্য বাড়ি। বিপর্যয়ের জেরে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩ জনের। নিখোঁজ বহু মানুষ। সোমবার সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে সিকিমের নামচি জেলার ইয়াংগাং সাব ডিভিশনের মাজুয়া গ্রামে। প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকার্য।
আরও পড়ুন- প্রচারের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে
দিন কয়েক ধরেই পাহাড়-তৎসংলগ্ন সমতলে প্রবল বৃষ্টি চলছে। লাগাতার বৃষ্টির কারণে সিকিমের (Sikkim Landslide) একাধিক এলাকায় ধস নেমেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সিকিমে। যার ফলে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি। দক্ষিণ সিকিমের ইয়াংগাংয়ের মজুয়া গ্রামে অসংখ্য বাড়ি ধসে গিয়েছে। বাড়ির নীচে চাপা পড়েছেন বহু মানুষ। তিন জনের দেহ উদ্ধার হয়েছে। এ ছাড়াও ওই গ্রামের অনেকেই নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।