এনডি-এর (NDA) নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। শনিবার ছিল মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু শুরুতেই হোঁচট জোট সরকারের। মোদির নেতৃত্বে নতুন সরকারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাব ইতিমধ্যেই প্রত্যাখ্যান করলেন মহারাষ্ট্রের এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী। সাফ জানিয়ে দিল, পূর্ণ মন্ত্রকই চাই। নয়তো কোনমতেই মন্ত্রিসভায় যোগ দেওয়া যাবে না। বিজেপির তরফে শনিবার রাতে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা প্রফুল্ল প্যাটেলকে মন্ত্রিসভায় রাখার কথা জানানো হয়। দাবি করা হয়, অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠী থেকে পূর্ণমন্ত্রীপদ দিতে হবে। প্রতিমন্ত্রীর পদে তাঁরা রাজি নন। কিন্তু এই ক্ষেত্রে বলা হয়, এনসিপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে চারটি আসনের মধ্যে মাত্র একটিতে জিতেছে, তাই তাদের প্রতিমন্ত্রীর পদ দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে ধস সিকিমে! মৃত একাধিক, নিখোঁজ বহু
প্রফুল্ল প্যাটেল এই মর্মে বলেন,’ আমাদের জানানো হয়েছিল যে আমাদের দল স্বতন্ত্র দায়িত্বে একজন প্রতিমন্ত্রী পাবে…আমি আগে কেন্দ্রীয় সরকারের পূর্ণমন্ত্রী ছিলাম, তাই এটি আমার জন্য একটি পদস্খলন হবে। আমরা বিজেপি নেতৃত্বকে জানিয়েছি এবং তারা ইতিমধ্যে আমাদের বলেছে মাত্র কয়েকদিন অপেক্ষা করতে, তারা প্রতিকারমূলক ব্যবস্থা নেবে…’
আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনী সরিয়ে খুলতে হবে স্কুল
অজিত পাওয়ার এই নিয়ে সরব হন এবং বলেন,’ প্রফুল্ল প্যাটেল কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে কাজ করেছেন। স্বাধীন প্রতিমন্ত্রীর পদ নেওয়া আমাদের সঠিক মনে হয়নি। তাই আমরা বিজেপিকে বলেছি, কিছুদিন অপেক্ষা করব, তবে পূর্ণমন্ত্রিত্বই চাই।’ তবে তিনি যে এরকম দর কষাকষি করতে পারেন, সেটা মোদি বা অমিত শাহের কাছে বড় ধাক্কা তো বটেই।