মিউনিখ, ১১ জুন : ইউরো কাপ খেলতে জার্মানি পৌঁছনোর দিনই ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেট তাঁর ভবিষ্যৎ নিয়ে বড় দাবি করলেন। হ্যারি কেনদের হেড স্যার স্বীকার করলেন, আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপই জাতীয় দলের হয়ে তাঁর শেষ টুর্নামেন্ট হতে পারে। জানিয়ে দিলেন, ইউরো কাপ না জিতলে তিনি ইংল্যান্ডের দায়িত্ব ছাড়তে পারেন।
আরও পড়ুন-পার্ক স্ট্রিটের আগুন নিয়ন্ত্রণে, ঘটনাস্থলে দমকলমন্ত্রী
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হ্যাগের জায়গায় সাউথগেটকে আনতে পারেন, এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। সেই জল্পনা আরও বাড়ল সাউথগেটের মন্তব্যে। শোনা যাচ্ছে, ইংল্যান্ড ম্যানেজারের সঙ্গে অনেক আগে থেকেই যোগাযোগ রেখে চলছে রেড ডেভিলস। তবে সাউথগেটের ফোকাস পুরোপুরি ইউরো কাপে। দল নিয়ে জার্মানি পৌঁছনোর পর সংবাদমাধ্যমের সামনে ইংল্যান্ডের ম্যানেজার বলেছেন, ‘‘আমরা যদি ইউরো জিততে না পারি, তাহলে আমি সম্ভবত আর জাতীয় দলের দায়িত্বে থাকব না। তাই এটাই আমার শেষ সুযোগ হতে পারে। ইউরোয় অংশগ্রহণকারী অর্ধেক দলের কোচই টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়তে পারে। এটাই আন্তর্জাতিক ফুটবলের খুব স্বাভাবিক ছবি।’’
সাউথগেট যোগ করেন, ‘‘আমি ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে রয়েছি প্রায় আট বছর। এতদিন দায়িত্বে থাকার পর আরও একটা সুযোগের প্রত্যাশা করতে পারি না। কারণ, একটা সময় পর মানুষ আস্থা হারায়। যদি আমরা অসাধারণ দল হতে চাই তাহলে আমাকেও সাফল্যের নিরিখে সেরা কোচ হতে হবে। তারজন্য সর্বোচ্চ সাফল্য চাই। সেরা মঞ্চে, বড় টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে সাফল্য পেতে হয়।’’