প্রতিবেদন : এসএসকেএম হাসপাতালের অস্থি-শল্য বিভাগ ফের একবার নজির তৈরি করল। মঙ্গলবার সকাল ন’টা থেকে বিকেল তিনটে পর্যন্ত আটটি অস্ত্রোপচার করা হল হাসপাতালে। দৃঢ় পরিকল্পনায় এক যুদ্ধ জয় করে দেখাল পিজির অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল।
এদিন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এক এক করে অস্ত্রোপচারে চারজনের কোমরের হাড় সম্পূর্ণ বদল করা হয়েছে। দু’জনের হাঁটু বদল করা হয়েছে এবং দু’জনের কোমরের হাড় (পেলভিক) অর্ধেক বদল করা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রাজ্যের কোনও সরকারি হাসপাতালে সাম্প্রতিককালে একদিনে পরপর আটজনের অস্থিসন্ধি অস্ত্রোপচার করা হয়নি। এই কর্মকাণ্ডে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-সপ্তাহশেষে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে
এসএসকেএম হাসপাতালে সূত্রে জানানো হয়েছে, আটজনের সবাই বয়স্ক। দীর্ঘদিন ধরে তাঁরা কোমর এবং হাঁটুর সমস্যায় ভুগছিলেন। ওষুধ, ব্যায়াম অথবা ফিজিওথেরাপি করে হাড়ের ক্ষয় কোনওভাবেই রোধ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইজন্য কয়েকদিন ধরেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। এদিন সকাল ন’টা থেকে শুরু হয় অস্ত্রোপচার। রোগীদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা। অস্ত্রোপচার করেন ডাঃ অভিজিৎ বসাক, ডাঃ অর্ণব কর্মকার এবং ডাঃ অশোককুমার দত্ত। সঙ্গে ছিলেন অ্যানাস্থেশিস্ট। অস্ত্রোপচারের পর আট রোগীর শারীরিক অবস্থা ভাল আছে। বিভাগীয় প্রধান ডাঃ অধ্যাপক মুকুল ভট্টাচার্য বলেন, আটটি অপারেশনই সফল হয়েছে। তাঁরা সবাই সুস্থ।