প্রতিবেদন : পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে রাজ্যের গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা তৈরি করতে চলেছে রাজ্য সরকার। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র হেল্পলাইনে (helpline) জমা পড়া আবেদনের ভিত্তিতে এই রাস্তাগুলি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে জানানো হয়েছে, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনে ৪০ হাজার গ্রামীণ রাস্তার আবেদন জমা পড়ে। তার মধ্যে ২৫ হাজার আবেদন মঞ্জুর হয়েছে।
পথশ্রী প্রকল্পের আওতায় এ পর্যন্ত রাজ্যের ২২ জেলায় ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। পথশ্রী ৩ প্রকল্পের আওতায় ৩৪৭৫.৪১ কোটি টাকা ব্যয়ে ১১ হাজার ৮৮৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ অনুমোদিত হয়েছে। এই কাজ অনেকটা এগিয়েও গিয়েছে। তবে নির্বাচনের কারণে যেসব জায়গায় রাস্তা তৈরির কাজ শেষ করা যায়নি, সেখানে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন-৬ ঘণ্টায় ৮ প্রবীণের অস্থি-সন্ধি অপারেশন
প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, গ্রামের মানুষের মূল অভিযোগই রাস্তার দুরবস্থা নিয়ে। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস বা সড়ক যোজনার মতো প্রকল্পের বরাদ্দ। ফলে লোকসভা ভোটের পরে ফের একবার গ্রামীণ পরিকাঠামোর উপর জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি সূত্রের দাবি, প্রকল্পের ৪০০০ কোটি টাকার পুরোটাই ব্যয় হবে রাজ্যের কোষাগার থেকে। প্রশাসনিক এক কর্তার কথায়, খরচের তিনটি স্তর রয়েছে। প্রথমটি ১০ লক্ষ টাকা পর্যন্ত। পরের স্তরটি ১০ লক্ষ থেকে এক কোটি টাকা। শেষে এক কোটির বেশি।