সংবাদদাতা, বাঁকুড়া : জৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে সংসারের মঙ্গল কামনায় ব্রতীদের ভিড় মা মহামায়া মন্দিরে। জৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়েকটি মঙ্গলবার পড়ে, প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করে থাকেন মহিলারা। কুমারী এবং সধবা উভয়েই জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকেন। ব্রত মাত্রেই সংকল্পপ্রধান। পৌরাণিক প্রথা অনুযায়ী ব্রতধারণ দ্বারা আত্মার প্রসন্নতা হয়, চিত্তের সংযম অভ্যাস হয়, ইষ্টের প্রতি একাগ্র ভক্তি এবং সমুদয়, নরনারীর প্রতি উদারভাব জাগ্রত হয়।
আরও পড়ুন-মোদি-শাহর মদতে শেয়ার কেলেঙ্কারি!, সেবির তদন্ত দাবি তৃণমূলের
বাড়ির গৃহলক্ষ্মীরা স্বামী-পুত্র সহ পরিবারের সুখ কামনায় নানাবিধ পুণ্যকর্ম করে গৃহের মঙ্গলসাধনের জন্য সারাবছর একাধিক ব্রত করে থাকেন। সেই মতোই জৈষ্ঠ মাসে শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত মাসের প্রতিটি মঙ্গলবার ‘জয় মঙ্গলবার’ মঙ্গলচণ্ডীর ব্রত করে থাকেন তাঁরা। সেই মতোই আজ জৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে বাঁকুড়ার মহামায়া মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন মহিলারা। পুজো শেষে একে অপরের সিঁথিতে সিঁদুর দিয়ে একে অপরের স্বামীর মঙ্গল কামনাও করেন। বাঁকুড়ায় তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছাকাছি। সেই গরম উপেক্ষা করে ব্রত পালন করছেন মহিলারা। বললেন, স্বামী, পুত্র, পরিবারের জন্য এটুকু কষ্ট করতেই হবে।