প্রতিবেদন : ফের কল্পতরু মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মীদের একমাসের বাড়তি মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। এবার রাজ্য পুলিশের হোমগার্ডদের (Home Guard) এককালীন অবসর ভাতা এক ধাক্কায় ২ লক্ষ টাকা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। ভাতার অঙ্ক ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল রাজ্য সরকার। ইতিমধ্যেই এ-সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এর ফলে কলকাতা ও রাজ্য পুলিসে কর্মরত প্রায় ১৮ হাজার হোমগার্ড (Home Guard) ও তাঁদের পরিবার উপকৃত হবেন। উল্লেখ্য, প্রথমে হোমগার্ডদের অবসরকালীন ভাতা ছিল মাত্র ৫০ হাজার টাকা। পরে তা বাড়িয়ে ৩ লক্ষ করা হয়েছিল। এবার সেটাই ৫ লক্ষ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে এ-সংক্রান্ত নির্দেশিকা রাজ্য পুলিসের ডিজি এবং কলকাতা পুলিস কমিশনারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভোটের আগে কলকাতা পুলিস ওয়েলফেয়ার কমিটির তরফে এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই দাবি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। ভোট মিটতেই সেই দাবিতে সিলমোহর দিল নবান্ন।
আরও পড়ুন- সাময়িক বিরতিতে পোস্টে অভিষেক