প্রতিবেদন : বাংলার শিল্প বিনিয়োগ নিয়ে সবসময়ই স্পর্শকাতর তিনি। তাই দীর্ঘ ভোট-পর্ব মিটতেই এবার শিল্পক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বৃহস্পতিবার নবান্ন সভাঘরে শিল্প-বৈঠক করতে চলেছেন তিনি। এই বৈঠকে রাজ্যের প্রথম সারির শিল্পপতি-সহ বণিকসভাগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ বিকেল চারটেয় নবান্নে সভাঘরে হবে এই মেগা শিল্প-বৈঠক।
এর আগে রাজ্যে লগ্নি আনতে দেশ-বিদেশে শিল্পপতিদের সঙ্গে একাধিক বিনিয়োগ-বৈঠক করেছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিল্প সম্মেলন। প্রতিবছর নিয়ম করে সেখানে দেশের প্রথম সারির শিল্পপতিরা উপস্থিত হন। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট ছাড়াও বিভিন্ন শিল্পপতি, বণিক সভার প্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়েছে।
দীর্ঘ লোকসভা নির্বাচনের কারণে অন্যান্য ক্ষেত্রের মতো রাজ্যের শিল্প ও বিনিয়োগের বিভিন্ন প্রকল্প ব্যাহত হয়েছে। নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেনটিভ প্রকল্পের সুবিধা থমকে গেছে নির্বাচনী আচরণবিধির কারণে। যাতে শিল্প সংস্থাগুলি দ্রুত ও যথাযথভাবে ওই সুবিধা পায় তা নিশ্চিত করতে আরও একবার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আবার বহুক্ষেত্রে দেখা যাচ্ছে, শিল্পোদ্যোগীদের তরফে ঋণের আবেদন করে বিনিয়োগ প্রকল্পের কাগজপত্র ব্যাঙ্কে জমা পড়ার পরেও ইনসেনটিভ স্কিম সংক্রান্ত অনুমোদন না মেলায় সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই ধরনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গতি আনার প্রয়োজন রয়েছে। এ-ছাড়াও শিল্পপতিরা রাজ্যে যে বিনিয়োগ আনছেন, সেই বিষয় নিয়ে আরও প্রচারের প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে। ফলে শিল্পের জন্য ডেস্টিনেশন বেঙ্গলের প্রচারে আরও জোর দেওয়া হবে। প্রসঙ্গত, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যের কত টাকার বিনিয়োগ হয়েছে, সে-বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেহেতু বিভিন্ন দফতরে নানান সময়ে বিনিয়োগ এসেছে, সেহেতু সংশ্লিষ্ট দফতরগুলিকে নিজ নিজ তথ্য তৈরি করতে বলা হয়েছিল। সেই তথ্য তৈরির কাজ কতদূর এগিয়েছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
ক্ষমতায় আসার পর থেকেই বাংলার শিল্পমানচিত্রকে উন্নত করতে চেষ্টার ত্রুটি রাখেননি মুখ্যমন্ত্রী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এই মুহূর্তে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প সম্মেলন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। লগ্নি টানতে মুখ্যমন্ত্রী গত বছর স্পেন গিয়েছিলেন। বাম আমলের বন্ধ্যা কাটিয়ে এই মুহূর্তে বাংলায় শিল্প-বিনিয়োগে জোয়ার এসেছে। শিল্পের এই গতিকে ত্বরান্বিত করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।