তদন্ত চেয়ে ফিফা, এএফসিকে চিঠি

খুন হয়ে গেল আমাদের স্বপ্ন : স্টিমাচ

Must read

দোহা, ১২ জুন : স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিধ্বস্ত ভারতীয় শিবির। কাতার ম্যাচের রেফারিং নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সরকারিভাবে ফিফা ও এএফসি-র (FIFA-AFC) কাছে অভিযোগ জানানো হয়েছে। কাতারকে উপহার দেওয়া অন্যায্য গোল নিয়ে তদন্ত ও ক্ষতিপূরণ চেয়েছে এআইএফএফ। চিঠি দেওয়া হয়েছে ম্যাচ কমিশনারকেও। কারণ, ফিফা ২০২৬ বিশ্বকাপ এবং এএফসি ২০২৭ এশিয়ান কাপের যৌথ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছিল।
এআইএফএফ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘কাতারের কাছে এভাবে হার গোটা ভারতের ফুটবলপ্রেমীদের জন্য চরম হতাশার। জেতা-হারা খেলার অঙ্গ। কিন্তু এই ম্যাচে ভারতের বিরুদ্ধে করা দু’টি গোলের মধ্যে একটি নিয়ে ওঠা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ভারতীয় ফুটবল ফেডারেশন বিশ্বাস করে খেলার স্পিরিট বজায় রাখতে এবং নিয়ম অনুসরণ করতে। কাতার ম্যাচের পর ফেডারেশনের মুখ্য রেফারিং আধিকারিকের সঙ্গে আলোচনা করে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট প্রধান, এএফসি-র (FIFA-AFC) রেফারিং বিভাগের প্রধান, এএফসি-র কমপিটিশন কমিটির প্রধান এবং ম্যাচ কমিশনারকে চিঠি দিয়েছি আমরা। পূর্ণাঙ্গ তদন্ত চাওয়া হয়েছে এবং এই অবিচারের সুরাহা পেতে আইনি ক্ষতিপূরণের সম্ভাবনাগুলো খতিয়ে দেখারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি, ফিফা এবং এএফসি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’’
ভারত তৃতীয় রাউন্ডে না ওঠায় চুক্তির শর্ত মেনে বিদায় নেওয়া উচিত কোচ ইগর স্টিমাচের। কিন্তু তিনি নিজে থেকে ইস্তফা দিতে চাইছেন না। ২০২৬ পর্যন্ত চুক্তির পূর্ণ মেয়াদ কাটাতে চান ক্রোয়েশীয় কোচ। এ ব্যাপারে সময় নিয়ে বল ঠেলে দিচ্ছেন ফেডারেশনের কোর্টে। কাতার ম্যাচের পর স্টিমাচ বলেছেন, ‘‘এখনই আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফেডারেশনের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’’

আরও পড়ুন- কৃষকবন্ধু ও বাংলা শস্যবিমার আর্থিক সাহায্য নিয়ে কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী

ফেডারেশন কর্তাদের মতো স্টিমাচও কাতার ম্যাচের রেফারিং নিয়ে নিজের ক্ষোভ, হতাশা উগরে দিয়েছেন। মনবীর, ছাংতেদের কোচ বলেছেন, ‘‘২৩ জন মিলে আমরা কঠিন পরিশ্রম করেছি, একটা স্বপ্নের পিছনে ধাওয়া করেছি, এমন একটা সময়ে এই ধরনের ঘটনা আমাদের স্বপ্নকে খুন করল।’’ কাতারের মাঠে স্বপ্ন চুরি হওয়ায় স্টিমাচ বলছেন, ‘‘কাতার খুবই ভাগ্যবান। কারণ ওরা ০-১ পিছিয়ে ছিল। এমন গোলে সমতা ফেরায়, যেটা বৈধ নয়। বলটা বাইরে চলে গিয়েছিল। তবুও গোল দেওয়া হল। এখনকার ফুটবলে এমনটা ঘটা উচিত নয়। গোলটাই সব বদলে দিল। ছেলেরা এদিন দুর্দান্ত খেলেছে। ওদের জন্য গর্বিত ভারতবাসী।’’

Latest article