পড়ুয়া-বিরোধীদের চাপে পড়ে ২০২৪ সালের নিট (NEET UG Result 2024) পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ মানল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সুপ্রিম কোর্টে জানানো হল, ১৫৬৩ জন পরীক্ষার্থী, যারা নিট পরীক্ষায় ‘গ্রেস মার্কস’ পেয়েছিলেন, তাদের স্কোরকার্ড বাতিল করা হল। তাই তাঁদের নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তবে কাউন্সেলিং কোনওভাবেই বন্ধ করা যাবে না। ২৩ জুন ওই পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে পুনরায়। ৩০ জুন রেজাল্ট। পরীক্ষায় নিয়ামক সংস্থা ও কর্তৃপক্ষকে ১৪ দিনের মধ্য়ে আদালত জবাব দেওয়ার নোটিশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। ৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন- কুয়েত: অগ্নিদগ্ধ বাংলার শ্রমিক, বাড়ছে মৃতের সংখ্যা
সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ (NEET UG Result 2024) একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান অধিকার করে। এরপরই শুরু বিতর্ক। জানা যায়, প্রশ্নপত্র এবং কিছু পরীক্ষাকেন্দ্রে সময় জনিত সমস্যার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়েছিল ১৫৬৩ জন পরীক্ষার্থীকে। কিন্তু র্যাঙ্কিং নিয়ে বিতর্কের পরেই এই বাড়তি নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানায় বিভিন্ন মহল। মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলাতে দেশের সর্বোচ্চ আদালত এই ঘটনায় কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল। বৃহস্পতিবার একটি হলফনামা দিয়ে কেন্দ্র তাদের বক্তব্য জানিয়েছে।