প্রতিবেদন: বৃহস্পতিবার দুপুরে নাগপুরে একটি বিস্ফোরক তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ৫ শ্রমিক। গুরুতর জখম হয়েছেন অনেকে। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। পুলিশসূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের হিংগা থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ধামনা গ্রামে দুপুর ১টা নাগাদ কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরেই কারখানার মালিক ও ম্যানেজার ফেরার।
আরও পড়ুন-ধস-জলস্ফীতিতে বিধ্বস্ত সিকিম, মৃত ৩, আটক পর্যটকরা
নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিঙ্গল জানান, তদন্তকারীদের একটি দল পৌঁছে গিয়েছে বিস্ফোরণস্থলে। বিশেষজ্ঞরা গিয়ে নমুনা সংগ্রহ করছেন। কারখানাটির আদৌ আইনি অনুমোদন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে স্থানীয় মানুষরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু দূরের ঘরবাড়িও কেঁপে উঠে এর অভিঘাতে।