প্রতিবেদন : রাজ্যের কারিগরদের তৈরি হস্তশিল্প এবার মিলবে দুবাইয়ের বাজারে। সব ঠিক থাকলে চলতি বছরেই এই উদ্যোগ প্রাতিষ্ঠানিক রূপ পেতে চলেছে। এইসব পণ্যের প্যাকেজিং এবং মার্কেটিং নিয়ে দুবাইয়ের এক সংস্থার সঙ্গে প্রাথমিক দফার আলোচনা হয়েছে। খুব শীঘ্রই দুবাই থেকে এক প্রতিনিধি দল রাজ্যে আসতে পারে। তারপরেই এই ব্যাপারে পদক্ষেপ চূড়ান্ত হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-পর্যটকদের উদ্ধারে সেনা তলব সিকিমে
মঙ্গলবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রকে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তারপেরই বিষয়টি নিয়ে নতুন করে তৎপরতা তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস নাগাদ শোকস বেঙ্গল নামে এক বড়সড় শিল্প প্রদর্শনী করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সূ্ত্রের খবর, সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অঙ্গ হিসাবে হস্তশিল্পীদের তৈরি জিনিস দিয়ে শপিং ফেয়ারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বিদেশেও যাঁরা এধরনের কাজ করেন তাঁদেরও সেখানে আমন্ত্রণ জানানো হতে পারে। রাজ্যের মূল লক্ষ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরও চাঙ্গা করা। আর সেদিকে নজর রেখেই এখানকার শিল্পীদের তৈরি সামগ্রী বিদেশের বাজারে কীভাবে বিক্রি করা যায় তার দিকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি গত বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যে সমস্ত সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল, সেই কাজের অগ্রগতি নিয়েও অমিত মিত্রকে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। শিল্পায়নের পাশাপাশি রফতানি ব্যবসা বৃদ্ধির উপরও গুরুত্ব দিচ্ছে রাজ্য। এই ধরনের ব্যবসা, বিশেষ করে বাংলায় উৎপাদিত সামগ্রী রফতানি করার জন্য রাজ্য সরকার সবরকম সাহায্য করবে বিনিয়োগকারীদের।