সংবাদদাতা, বারুইপুর : নির্বাচনী প্রচারের সময় কথা দিয়েছিলেন ভোটে জিতলে এলাকার মানুষের পাশে থাকবেন। সেই কথা রাখতে নির্বাচনে জিতেই কাজে নেমে পড়লেন যাদবপুরের জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বারুইপুর ফুলতলা কৃষাণমান্ডি সংলগ্ন এলাকায় ফুড প্রসেসিং ইউনিট তৈরির জন্য স্থানীয় বিধায়ক বিভাস সর্দারের সঙ্গে দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ও অন্য আধিকারিকরা।
আরও পড়ুন-কুয়েতে দুর্ঘটনায় মৃত বাঙালি শ্রমিকের দেহ ফিরছে দাঁতনে
বারুইপুর পেয়ারা, আম, জাম, জামরুল, লিচুর জন্য বিখ্যাত। বিভাস বহুদিন ধরে মুখ্যমন্ত্রীর কাছে বারুইপুরে একটি হিমঘর ও ফুড প্রসেসিং ইউনিট করার আবেদন জানিয়েছিলেন। এগুলো হলে চাষিরা লাভবান হবেন। বারুইপুরের আম, লিচু, পেয়ারা বিদেশেও রফতানি করা সম্ভব হবে। নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে আশ্বাস দিয়েছিলেন। নির্বাচন মিটতেই সেই কাজে গতি এল। প্রাথমিকভাবে জমি চিহ্নিত হয়েছে। ৫ থেকে ৮ একর জমির প্রয়োজন পরিকাঠামো গড়ে তুলতে। সায়নী বলেন, বড় মাপের ফুড প্রসেসিং ইউনিট গড়া হবে। খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে হিমঘর প্রকল্প।