শুক্রবার মধ্যরাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে চলল গুলি (Shootout)। বাইক পার্কিং নিয়ে সমস্যা হওয়ায় রাতের মহানগরীতে শ্যুট আউট। গুলিবিদ্ধ ব্যক্তিকে গুরুতর অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা ১০ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট থানা এলাকার কিডস্ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে আচমকা গুলি (Shootout) চলে। দুই গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করেই এই ঘটনা। এরপর হাতাহাতি শুরু হলে সোনু নামে এক ব্যক্তি আচমকাই গুলি চালান বলে অভিযোগ। ২৯ বছরের ওই যুবক মির্জা গালিব স্ট্রিটেরই বাসিন্দা, নাম এখলাস বেগ। গতকাল বিকেল সাড়ে ৪টে নাগাদ বাইক নিয়ে রেষারেষিতে জড়িয়ে পড়েছিল যুবকদের দুই গোষ্ঠী। সেই ঝামেলার সূত্রে রাতেও আবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তদন্তে পার্ক স্ট্রিট থানা। আহত যুবকের বয়ান রেকর্ড করে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ধারা এবং অস্ত্র আইনের ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ।