ফের ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে খতম ৮ মাওবাদী, শহিদ ১ জওয়ান

Must read

ফের ছত্তিশগড়ের (Chhattisgarh) জঙ্গলে মাওবাদী গেরিলা এবং যৌথবাহিনীর ভয়ঙ্কর গুলির লড়াই। শনিবার সকালে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলার অবুঝমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কমপক্ষে নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল (মাওবাদী)-র ৮ জন। প্রাণ গিয়েছে এক নিরাপত্তা বাহিনীর জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

ছত্তিশগড় (Chhattisgarh) পুলিশ গোপন সূত্রে খবর পাওয়ার পরই নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানাবর্তী পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযান চালায় ডিসট্রিক্ট রিজার্ভ গ্রুপ, ছত্তিশগড় পুলিশের মাওবাদী দমনের দায়িত্বপ্রাপ্ত ‘স্পেশাল টাস্ক ফোর্স’ এবং কেন্দ্রীয় আধাসেনা আইটিবিপি-র যৌথবাহিনী।

আরও পড়ুন- মধ্যরাতে কলকাতায় চলল গুলি, আহত ১

এর আগে গত ৮ জুন এনকাউন্টারে নিকেশ হয় ৭ মাওবাদী। ওই অভিযানেও প্রাণ যায় ৩ জওয়ানের। তার আগে ২৩ মে নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে ৭ মাওবাদীকে খতম করা হয়েছিল। তার আগে ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তে ১০ মাওবাদীকে এনকাউন্টারে নিকেশ করা হয়। ওই মাসেই কাঙ্কেরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় ২৯ মাওবাদী।

Latest article