ফের ছত্তিশগড়ের (Chhattisgarh) জঙ্গলে মাওবাদী গেরিলা এবং যৌথবাহিনীর ভয়ঙ্কর গুলির লড়াই। শনিবার সকালে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলার অবুঝমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কমপক্ষে নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল (মাওবাদী)-র ৮ জন। প্রাণ গিয়েছে এক নিরাপত্তা বাহিনীর জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।
ছত্তিশগড় (Chhattisgarh) পুলিশ গোপন সূত্রে খবর পাওয়ার পরই নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানাবর্তী পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযান চালায় ডিসট্রিক্ট রিজার্ভ গ্রুপ, ছত্তিশগড় পুলিশের মাওবাদী দমনের দায়িত্বপ্রাপ্ত ‘স্পেশাল টাস্ক ফোর্স’ এবং কেন্দ্রীয় আধাসেনা আইটিবিপি-র যৌথবাহিনী।
আরও পড়ুন- মধ্যরাতে কলকাতায় চলল গুলি, আহত ১
এর আগে গত ৮ জুন এনকাউন্টারে নিকেশ হয় ৭ মাওবাদী। ওই অভিযানেও প্রাণ যায় ৩ জওয়ানের। তার আগে ২৩ মে নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে ৭ মাওবাদীকে খতম করা হয়েছিল। তার আগে ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তে ১০ মাওবাদীকে এনকাউন্টারে নিকেশ করা হয়। ওই মাসেই কাঙ্কেরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় ২৯ মাওবাদী।