রাজ্যের হাতে জয়েন্ট পরীক্ষার দায়িত্ব ফেরানো হোক : ব্রাত্য

Must read

প্রতিবেদন : হাজার-হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। রাজ্যের হাতেই পুনরায় ফিরিয়ে দেওয়া হোক মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শনিবার কেন্দ্রের নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। একইসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ধুয়ে দিলেন তিনি।
এদিন ব্রাত্য বসু বলেন, এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। হাজার-হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হল। অনেক টক শো হল। তদন্ত হল। গ্রেফতারও হল। কিন্তু কেন্দ্রের এই নিট যা সারা ভারতের ক্ষেত্রে খুব সম্মানের পরীক্ষা সেটার ক্ষেত্রে যা হল গোটা ভারত দেখছে। তার জন্য কোনও তদন্ত হবে না? সিবিআই ইডি মাঠে নামবে না? এই ব্যর্থতার পর আমার মনে হয় ওদেরই স্বতঃপ্রণোদিত ভাবে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। রাজ্যপালকে নিশানা করে ব্রাত্য বলেন, উচ্চশিক্ষায় এক ধরনের বিপর্যয় চলছে, সেই বিপর্যয়ের নাম আনন্দ বোস। তাদের চলে যাওয়ার সময় এগিয়ে এসেছে, ওরা শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণের চেষ্টা করছে। বিপর্যয়ের কুজ্ঝটিকা বন্ধ হওয়ার অপেক্ষায়। এদিকে, এবার থেকে স্নাতক স্তরে পোর্টালের মাধ্যমে ভর্তি হবে বলে জানিয়েছিল উচ্চশিক্ষা দফতর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান ব্রাত্য বসু (Bratya Basu)।

আরও পড়ুন- ফের ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে খতম ৮ মাওবাদী, শহিদ ১ জওয়ান

Latest article