দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago  Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-সেবিকে চিঠি, তৃণমূলের ৪ সাংসদ যাচ্ছেন মুম্বই

গ্রহণ

সংস্কারের নামে গ্রহণ
লেগেছে সাধারণের ঘরে
প্রতিবাদ করলেই অত্যাচার
অমনিশা অনাহারের তরে।।

কুৎসিত দৃষ্টি রাজশক্তির
যেন জীবন্ত মুন্ডু চিবিয়ে খাবে
আর তার সাথে জুটেছে
বিকৃত সংবাদ, সত্য তথ্য লুকোবে।।

সংস্কারের নামে ছড়ি ঘুরিয়ে
লুঠবে ব্যবসার ফসল
তাই জলা-জমি চাই কৃষকদের
জীবন গরিব যাও রসাতল।।

আধুনিক সভ্যতার একি গরিমা
একি আজগুবি অত্যাচার
যার জন্য প্রতিবাদ করলেই
চলবে মিথ্যার বুলডোজার।।

যাদের রক্তে প্রাসাদ বানিয়ে
হলে তোমরা কোটিপতি
গরিব দুঃখীরা আজ আকাল গ্রহণ
তোমরা হয়েছো ক্রোড়পতি।।

তোমাদের ঘরে প্রদীপ জ্বলে না
জলে না সাঁঝের বাতি
মানুষ মেরে আমোদ প্রমোদ
এটাই তোমাদের রীতি।।

জাগুন গরিব, জাগুন মানুষ
জাগো মানবিক সত্তা
সমাজ থেকে বিতাড়িত হোক
স্বার্থপর বিভীষণ কর্তা।।

গায়ের জোরে ক্ষমতার জোরে
ডাকাত হলো সাধু-সন্ত
আসলের জায়গায় নকল ফানুস
এর নাম নয়কো গণতন্ত্র।।

Latest article