সংবাদদাতা, হুগলি : প্রথম সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে এখনও শপথ গ্রহণ করেননি হুগলির তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই নেমে পড়লেন কাজে।
ধনিয়াখালি স্টেট জেনারেল হাসপাতালে রবিবার গিয়ে খোঁজ নিলেন রোগীদের। কথাও বললেন রোগীদের সঙ্গে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন পরিষেবা নিয়ে। ভক্তদের সেলফির আবদারও মেটান।
আরও পড়ুন-সাংসদ হতেই পাঠানকে নোটিশ পাঠাল বিজেপি
আগামী দিনে হুগলির চিকিৎসাব্যবস্থা আরও উন্নত করার আশ্বাস দেন। ইতিমধ্যেই সিএমওর সঙ্গেও এ-বিষয়ে তাঁর কথা হয়েছে। রচনা জানান, বাংলা থেকে অনেকেই চিকিৎসার জন্য বেঙ্গালুরু বা চেন্নাই যান। এদিকে আবার বাংলাদেশের ভরসা ভারত। সেখানকার অনেক মানুষ আমাদের এই বাংলাতেই চিকিৎসা করাতে আসেন। কিন্তু হুগলির মানুষকে যাতে চিকিৎসার জন্য বাইরে যেতে না হয় সেই ব্যবস্থাই করতে চান তিনি। প্রথমবার ভোটের টিকিট পেয়েই হুগলির মাটি আঁকড়ে পড়েছিলেন রচনা। কখনও জনসভা, রোড-শো করে গিয়েছেন। বাড়ি বাড়ি ঘুরে সেরেছেন লাগাতার জনসংযোগ। তার ফল মিলেছে ব্যালট বক্সে। বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলা ‘দিদি নম্বর ১’।