সংবাদদাতা, কোচবিহার : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করে সোমবার রাতেই কোচবিহারে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে কোচবিহার তৃণমূল কংগ্রেসের জয়ের পরে এই প্রথমবার কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-আরও পাঁচদিন তীব্র তাপপ্রবাহ ও ভারী বৃষ্টির লাল সতর্কতা, জানাল মৌসম ভবন
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মা-মাটি-মানুষের কল্যাণে আজ মঙ্গলবার সকালে সাড়ে এগারোটায় মদন মোহন মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর একটি দলীয় মিটিং করবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, কোচবিহারে কোনও রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। মা মাটি মানুষকে ধন্যবাদ-কৃতজ্ঞতা জানাতে এসেছি। উত্তরবঙ্গে একটাই কোচবিহার আসন জিতেছি আমরা। কৃতজ্ঞতাও অর্পন করতে আমি মদনমোহন মন্দিরে পুজো দেব। কোচবিহার এগিয়ে যাক। সকলে ভালো থাক। বিজেপির কেন্দ্রীয় দল কোচবিহারে আসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এসব শুনে কান পচে গেল। আগে দুর্ঘটনা সামলাতে বলুন।