সংবাদদাতা, হুগলি : লক্ষ টাকার আম ফলিয়ে তাক লাগালেন হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা পার্থ দে। বাড়ির বাগানের গাছেই মিয়াজাকি আম ফলিয়ে চমক দিয়েছেন পার্থবাবু। দীর্ঘদিন থেকেই বাগানের শখ রয়েছে তাঁর। বাড়িতে রয়েছে নানান ধরনের গাছ। তেমনি শখের বশে মিয়াজাকি আমের চারা পুঁতেছিলেন বাড়িতে। লালচে বেগুনি রঙের এই আমের বাজারমূল্য কেজি প্রতি প্রায় লক্ষাধিক টাকা। সেই আম নিয়ে উৎসাহের অন্ত নেই মানুষের। জাপানের মিয়াজাকি শহরে উৎপন্ন হওয়া আম নিয়ে আমাদের দেশেও চর্চার অন্ত নেই। এবার এই মহামূল্যবান আমই বাড়ির বাগানে ফলিয়ে দেখালেন পার্থ দে।
আরও পড়ুন-সামান্য উন্নতি, সিকিমে অবরুদ্ধ পর্যটকদের উদ্ধারের কাজ শুরু
তবে, শুধু মিয়াজাকি নয়, সেই বাগানে মিলবে নানা জাতের বিদেশি আম। পার্থর বাড়িতে শখের বাগানে হরেক রকমের ফলের গাছ রয়েছে। তবে, বেশিরভাগ ফল রয়েছে বিদেশি জাতের। মিয়াজাকি আম থেকে ভিয়েতনামের লাল কাঁঠাল সবকিছুই শোভা বর্ধন করছে ওই বাগানে। পার্থবাবু জানান, নিজে আম খেতে ভালবাসেন বলে দেশ- বিদেশের ২৫ রকমের আমগাছ বসিয়েছেন তিনি। গত পাঁচ বছর ধরে তাঁর বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাং মাই, বুনাই কিং, ইয়োলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মতো দুষ্পাপ্য সব আম। পার্থ বলেন, চারিদিকে গাছ কেটে ফেলা হচ্ছে দেখতে পাই। তাই গাছ লাগানোর সংকল্প করেছি। লক্ষাধিক টাকার ফলের গাছের চারা কিনে বসিয়েছেন। সার, খোল দিয়ে গাছের পরিচর্যা করেন। বাগানে থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদার মতো ফল গাছও রয়েছে।