প্রতিবেদন: রাহুলের বদলে প্রিয়াঙ্কা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবেই কাজ করবেন, ছেড়ে দেবেন কেরলের ওয়েনাডের লোকসভা আসন। দুটি আসন থেকেই বিজয়ী হয়েছিলেন তিনি।
আরও পড়ুন-কোচবিহারে মুখ্যমন্ত্রী, আজ মদনমোহন মন্দিরে পুজো
রাহুলের ছেড়ে দেওয়া আসন ওয়েনাডে প্রার্থী হবেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন এ কথা। সোমবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব খাড়্গের বাসভবনে জরুরি বৈঠকে বসে। আলোচনা করার পরে এই ঘোষণা করা হয়। ৪ জুন ঘোষিত লোকসভা নির্বাচনের ফলাফলে উভয় কেন্দ্র থেকে জয়ী হওয়ার পরে, রাহুলের কাছে জনপ্রতিনিধিত্ব আইনের বিধানের অধীনে একটি আসন খালি করার জন্য ১৪ দিন সময় ছিল। এই নিয়ে জল্পনাও ব্যাপক ছিল। শেষপর্যন্ত দলের সিদ্ধান্তে সম্মতি দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রশ্নে তাঁর তীব্র অনীহা থাকলেও শেষপর্যন্ত রাজি হলেন সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামতে।