মঙ্গলবার দুপুরে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) বোমার হুমকি মেল। মেল পেয়েই পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে পৌঁছয় বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি। অন্যদিকে হুমকি মেল কারা পাঠিয়েছিল তা নিয়ে তদন্তে লালবাজার। এদিন একই প্রেরক থেকে বোমার হুমকি মেল পৌঁছয় রাজস্থানের জয়পুরের একটি বেসরকারি কলেজে। সেই সঙ্গে শহরের আরও কয়েকটি জায়গায় এই প্রেরক থেকে হুমকি মেল আসে বলেও অভিযোগ।
আরও পড়ুন- শিয়ালদহে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, রেলের সুরক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ ফিরহাদের
মঙ্গলবার দুপুরে এসএসকেএমের (SSKM Hospital) প্রশাসনিক ভবনে একটি হুমকি মেল আসে হাসপাতাল বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে। হাসপাতালের ডিরেক্টর সঙ্গে সঙ্গে বিষয়টি কলকাতা পুলিশকে জানান। তাৎপর্যপূর্ণভাবে একই রকম মেল শহরের আরও কয়েকটি জায়গায় আসে। এমনকি রাজস্থানের রাজধানী শহরের শাস্ত্রিনগর এলাকার একটি বেসরকারি কলেজেও একই রকম মেল আসে।
হাসপাতালের তরফ থেকে অভিযোগ পেয়েই কলকাতা পুলিশ ও বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে আসে। তবে হাসপাতালে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পায়নি বম্ব স্কোয়াড। এরপরই যে সূত্র থেকে মেলটি এসেছিল, তার তদন্তে কলকাতা পুলিশ। কেএনআর নামে একটি সংগঠন এই হুমকি মেল পাঠিয়েছিল। সংগঠনের আদৌ কোনও অস্তিত্ব রয়েছে কিনা, বা তাদের উদ্দেশ্য কী তা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে।