সংবাদদাতা, রায়গঞ্জ : উপনির্বাচনের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন কৃষ্ণ কল্যাণী। জনসংযোগ, দলীয় কর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক সেরেছেন তিনি। এবার শুরু দেওয়াল লিখন। মঙ্গলবার রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসের ২৩ নম্বর ওয়ার্ড থেকে পূজা দিয়ে দেওয়াল লিখন শুরু করলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার থেকে শহরের বিভিন্ন এলাকায় প্রচার শুরু করছেন তিনি।
আরও পড়ুন-বিজেপিরই বিক্ষোভের মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম
এছাড়াও এদিনই বাহিনী অঞ্চলে কর্মীদের নিয়ে বৈঠক করবেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দলের সকলকে সর্বশক্তি দিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। বিজেপির প্রার্থী ঘোষণা পর থেকেই দলের জেলা সভাপতি পদত্যাগ করেছেন। এমনকী বেশ কিছু পুরনো বিজেপি কর্মী-সমর্থক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। কারণ স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী যেকোনও দল আশা করে। সেক্ষেত্রে উপনির্বাচনের বিজেপি প্রার্থী ঘোষণার পর থেকেই ক্ষোভ দেখা দিয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। এদিন বিজেপি প্রার্থী প্রসঙ্গে কৃষ্ণ কল্যাণী বলেন, গদ্দারের মনোনীতকে প্রার্থী করেছে বিজেপি। যে ২০১৭ থেকে লুটের রাজনীতির রাস্তা দেখায়। এই ধরনের ভাবমূর্তির প্রার্থী ঘোষণা হওয়ায় মানুষ এদের প্রত্যাখ্যান করবে। তাতে লাভ হবে তৃণমূল কংগ্রেসেরই। রায়গঞ্জের উন্নয়নের কথা মাথায় রেখেই ভোটাররা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে বলেই আশা রাখেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী।